আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়: মোজেনা

মার্কিন রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, 'বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, মধ্যম আয়ের দেশ'। অত্যন্ত সম্ভাবনার দেশ। বাংলাদেশকে জানতে এবং বুঝতে আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। আজ রবিবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মোজেনা এসব কথা বলেন।

তিনি বলেন, 'এই জেলার কৃষি অর্থনীতি ভাল বলে মনে হয়েছে।

পাবনায় আসার সময় একটি বাজারে প্রচুর পেয়াজ দেখেছি যা বিম্ময়কর। '

মোজেনা বলেন, 'আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিলস্নুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করি, তখনই আমি বলেছিলাম আমি সারা দেশ ঘুরে বেড়াব, বাংলাদেশকে জানব'। তারই অংশ হিসেবে পাবনায় আসা। তবে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিবেন না এবং কোন রাজনৈতিক বক্তব্য প্রদান করবেন না বলে প্রথমেই জানান।

এ সময় পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ড. ফারুক আহমেদ, এনডিসি মশিউর রহমান খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

ড্যান মোজেনা গত বছরের ২ নভেম্বর পাবনার বনগ্রামে হিন্দু সমপ্রদায়ের উপর হামলার ঘটনার বিষয়ে পুলিশ সুপারের কাছে জানতে চান। পুলিশ সুপার তাকে জানান, ফেসবুকে মহানবী (সাঃ) সম্পর্কে ওই এলাকার ব্যবসায়ী বাবলু সাহার ছেলে এসএসসি পরীক্ষার্থী রাজিব সাহা একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাবলু সাহার বাড়ীসহ ২৯টি বাড়ীতে হামলা ভাংচুর করে। ওই ঘটনায় পৃথক ৩টি মামলা হয় এবং এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন হিন্দু সমপ্রদায়ের লোকজনের মধ্যে কোন আতংক নেই।

পরে তিনি স্থানীয় একটি রিসোর্টে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে বৈঠক ও মধ্যাহ্ন ভোজ করেন।

তিনি বিকেলে পাবনা থেকে বগুড়া, জয়পুরহাট, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা পরিদর্শন করবেন বলে জানান।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.