ক্ষমতা থেকে দূরে থেকে এবং নানা বাধাবিপত্তি অতিক্রম করে তারেক রহমানের মধ্যে কোনো শুভবুদ্ধি অথবা নতুন বোধের উদয় হয়েছে– এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি যে রকম স্বেচ্ছাচারী মনোভাব গ্রহণ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি যেভাবে মদদ জুগিয়েছেন এবং তার প্রশ্রয়ে দেশে সংঘাত-সংঘর্ষের যে রাজনৈতিক ধারা প্রবল হয়ে উঠেছে তা থেকে সরে আসার কোনো সদিচ্ছা তার মধ্যে তৈরি হয়েছে বলেও মনে হয় না।
তার সম্পর্কে যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ইতিবাচক পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উদারতা ও সহনশীলতার পথে না হেঁটে উস্কানি ও সংঘাতের রাজনীতির প্রতি এখনও তার আগ্রহ বেশি বলেই দেখা যাচ্ছে। তার পরামর্শেই জামায়াতের সঙ্গে মিলিতভাবে বিএনপি আন্দোলনের নামে দেশে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালিয়েছে বিএনপি।
(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।