আগামী ২০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউর সম্মেলনে হবে এই নির্বাচন। এতে বাংলাদেশের অংশ নিচ্ছে।
ওই নির্বাচন নিয়ে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভলপমেন্ট কনফারেন্সে’ বিভিন্ন দেশের মন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
কাউন্সিলর নির্বাচিত হলে এ অঞ্চলে আইটিইউর নীতিনির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
দুবাই সম্মেলনে বাংলাদেশ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউ অংশ নেননি।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসেছেন তিনজন সরকারি কর্মকর্তা।
বাংলাদেশ থেকে আসা বিটিআরসি সচিব মাহবুব আহমেদ অবশ্য দাবি করেছেন, তারাও প্রচার চালিয়ে যাচ্ছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পক্ষ থেকেও প্রচারণা চালানো হচ্ছে, বিভিন্ন ধরনের সুভেনির সরবরাহ করা হয়েছে। ”
তবে বাংলাদেশ থেকে আসা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত কাউন্সিল সদস্য নির্বাচনে প্রার্থিতার পক্ষে মন্ত্রীদের প্রচারণা বেশি কাজে দেয়।
“কর্মকর্তাদের প্রচারণা সীমিত পরিসরে, তারা তো মন্ত্রী পর্যায়ে প্রচার চালাতে পারেন না।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।