রোববার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ে নাপোলি। আক্রমণভাগের দুর্বলতাও চোখে পড়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পার্মার মিডফিল্ডার মার্কো পারোলো। স্বদেশী ডিফেন্ডার মাত্তিয়া কাসানির পাস থেকে গোলটি করেন ইতালির এই খেলোয়াড়।
এই হারের কারণে শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই পড়লো নাপোলি। ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে এএস রোমা। রোববার আরেক ম্যাচে ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারায় রোমা।
আর এক ম্যাচ কম খেলে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই এগুচ্ছে জুভেন্টাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।