বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে তারা ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্সের দলটিকে।
এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে নাপোলির ওঠার সম্ভাবনা আরো জোরালো হলো। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে টানা সাতটি ম্যাচ জিতলো ডিয়েগো ম্যারাডোনার সাবেক দলটি।
স্তাদিও সান পাওলোয় ১০ মিনিটে ঘানার স্ট্রাইকার আন্দ্রে আইউর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে গ্যালারীকে জাগিয়ে তুলতে ১২ মিনিট বাদে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন নাপোলির সুইস মিডফিল্ডার গোখান ইনলার।
দুই মিনিট বাদে নাপোলিকে প্রথম এগিয়ে নেন এ মৌসুমেই দলটিতে যোগ দেয়া আর্জেন্টিনা স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। হিগুয়াইনের গোলটিও আসে ভলি থেকে। ২-১ গোলে এগিয়ে থাকার স্বস্তিতে বিরতিতে যায় নাপোলি।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ জমে ওঠে খেলা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা এগোতে থাকে।
এরই মাঝে ৬৪ মিনিটে স্বাগতিক দর্শকদের থমকে দিয়ে খেলায় সমতা টানেন ফরাসি মিডফিল্ডার ফ্লোরিয়ান থাওভিন।
এর ১১ মিনিট বাদে আবারো হিগুয়াইনের কল্যানে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ামের ফরোয়ার্ড ড্রাইস মার্তেন্সের পাস থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।
বাকি সময়ে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু গোলের দেখা পাইনি কেউই। ফলে হাসি মুখে মাঠ ছাড়ে নাপোলি।
গ্রুপের অপর ম্যাচে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডের আর্সেনাল।
চার ম্যাচ শেষে আর্সেনাল ও নাপোলির পয়েন্ট সমান ৯। কিন্ত গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল। আর ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বরুসিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।