আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার বাড়ি ভাড়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

'বেগম খালেদা জিয়া অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না' এ খবরের বিষয়টি খতিয়ে দেখে সে পরিমাণ অর্থ ছাড় দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিষয়টি সামনে এনে খালেদা জিয়া দেশের মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা এবং রাজনৈতিক ষড়যন্ত্র করছেন কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব কথা হয়েছে বলে মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন।

ওই মন্ত্রী জানান, বৈঠকে আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া কোনো একটি উদ্দেশ্য নিয়ে এ কাজ করেছেন। আসলে তিনি বাড়ি ভাড়া দিতে পারছেন না  নাকি এটা অন্য কোনো ষড়যন্ত্র বিষয়টি খতিয়ে দেখা দরকার।

উল্লেখ্য আজ বাংলাদেশ প্রতিদিন এ 'অর্থের অভাবে বাড়িভাড়া দিতে পারছেন না খালেদা জিয়া' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।