আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসান-এর দেশপ্রেম অথবা কতিপয় বেশ্যারা!

আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান। অবশ্যই ব্রাজিল কিংবা আজেন্ট্রিনা হলে উত্তর হবে ফুটবল, আর আমেরিকা হলে হবে রাগবি, বেসবল কিংবা ভলিবল। বাংলাদেশের প্রেক্ষিতে এমন কেউকে খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে যে তার সন্তানকে, সাহিত্যিক, অর্থনীতিবিদ, দার্শনিক কিংবা বিজ্ঞানী হিসেবে দেখতে চান। অথচ মানব সভ্যতার বিকাশের জন্য কোন খেলোয়াড়ের দরকার নেই, এটা স্রেফ বিনোদনের অংশ মাত্র। কর্পোরেট দুনিয়া আজ আমাদের বিনোদনের ভূত বানিয়ে, প্রয়োজনীয় বিষয়গুলোকে করে দিয়েছে গৌণ।

আজ আমরা বিনোদন আর শারীরিক কসরতের ভেতরেই খুঁজি দেশ প্রেম। তারাই আমাদের সামনে আদর্শ তৈরি করছে মাইকেল জর্ডান। মে সি, কিংবা দ্য রকদের। আর বাংলাদেশ হলে এরা হবে: সাকিব, তানিম, আশরাফুলরা। না, শুধু মাত্র দক্ষ ক্রীড়াবিদ হলে হবে না, সাথে উৎকৃষ্ট মানের কর্পোরেট বেশ্যাও হতে হবে।

তারপর ওরা আপনার সাথে আদর্শ হিসেবে হাজির হবে। হাজির হবে মানে মিডিয়াগুলো আপনার সামনে তুলে ধরবে। অলম্পিক চ্যাম্পিয়ন এক কিউবান বক্সারকে মার্কিন এক কোম্পানি ১০ মিলিয়ন ডলারে কিনে নিতে ছেয়ে ছিল। ওই বক্সারের জবাব ছিল, কিউবার জনগণের ভালোবাসার তুলনায় পৃথিবীর সমস- সম্পদেই তুচ্ছ। অথচ কিউবাতে কোন ক্রীড়াবিদেই খেলা কে পেশা হিসেবে নিতে পারে না।

কারণ তারা জানে খেলা সেতো স্রেফ বিনোদন মাত্র। এই খবরটা আমরা ক-জনে রাখি বলুনতো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.