আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দফায় আসামে ৭৩, ত্রিপুরায় ৮৪ শতাংশ ভোট

শেষ হলো ভারতের দুই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সোমবার এই দুই রাজ্যে নির্বাচন অনষ্ঠিত হয়। শেষ খবর অনুযাযয়ি আসামে দিন শেষে ভোট পড়েছে ৭২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ভোট পড়েছে ৮৪ শতাংশ। 

জানা গেছে,  ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে ছিল লম্বা লাইন। ত্রিপুরা পশ্চিম আসনে মোট ১৩ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হয়  সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্যে। আর আসামে মূল লড়াইটা হয় তৃণমূলের প্রার্থী রতন চক্রবর্তী ও সিপিএমের শঙ্করপ্রসাদ দত্তের মধ্যে। এই রাজ্যে কংগ্রেসের প্রার্থী ছিলেন অরুণোদয় সাহা ও বিজেপির সুধীন্দ্র দাশগুপ্ত।

আসামের জোরহাট, তেজপুর, ডিব্রূগড়, কলিয়াবর ও লখিমপুর কেন্দ্রের বুথগুলিতেও ভোটারদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।