যশোরের শার্শা উপজেলায় সীমান্ত পথে ভারতে পাচারকালে লিলি (১৭) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় বিল্লাল নামে এক পাচারকারীকে আটক করা হয়।
বুধবার ভোরে উপজেলার কায়বা সীমান্ত থেকে বিল্লালকে কিশোরীসহ আটক করে বিজিবি।
লিলি জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন পিকনা গ্রামের সাগর মাহামুদের মেয়ে।
২৩ বিজিবি কায়বা ক্যাম্পের সুবেদার ফায়েক উদ্দিন জানান, এক কিশোরীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে- গোপন এ সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার ও পাচারকারী বিল্লালকে আটক করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।