দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
মায়া সভ্যতার ৫ হাজার ১২৫ বছরের ভবিষ্যত্ লিখে যাওয়া বর্ষপঞ্জির সময় শেষ হচ্ছে আগামী ২১ ডিসেম্বর। অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন, মায়ারা হয়তো এদিন পৃথিবীর ওপর ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছে। আর তাই নিজেদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বিশেষ টানেল। মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর-মধ্য আমেরিকাতে বসবাস করত মায়ারা। এ সভ্যতার আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব ২০০০-২৫০ অব্দ পর্যন্ত।
পাথরে খচিত মায়াদের বর্ষপঞ্জির খোঁজ পাওয়া যায় মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ইউকাতান উপদ্বীপ ও গুয়াতেমালার পাহাড়ি এলাকায়। মেসআমেরিকানদের এ বর্ষপঞ্জিকা শুরু হয় খ্রিস্টপূর্ব ৩১১৪ সাল থেকে। সে সময়ের মানুষের গড় আয়ুর সঙ্গে সঙ্গতি রেখে মায়া জনগোষ্ঠী ৫২ বছরের (১৮ হাজার ৯৮০ দিন) পঞ্জিকাচক্র ব্যবহার করত। এ নির্দিষ্ট সময়ের বাইরের ঘটনা উল্লেখের জন্য ৫ হাজার ১২৬ বর্ষব্যাপী একটি অধিপঞ্জিকা উদ্ভাবন করে এই জাতি। এ বর্ষপঞ্জি শুরুর তারিখ খ্রিস্টপূর্ব ৩১১৪ সালের ১১ আগস্ট এবং শেষ ২০১২ সালের ২১ ডিসেম্বর।
এটা থেকেই প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন, পৃথিবীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক মাত্রায় প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকবে। যার ফলে ২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার অনেকের ধারণা, এদিন ঘটনাচক্রে পৃথিবীতে নতুন জমানার পত্তন হবে। এ বিশেষ দিনকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার মন্টেবেলোতে নির্মিত এই টানেলের বিশেষ সুইট এক দিন থেকে এক মাসের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। রন হাবার্ড নামে এক ব্যক্তি উচ্চ প্রযুক্তিসম্পন্ন এ টানেল নির্মাণ করেছেন।
এটার একেকটা সুইটের ভাড়া ২৯ হাজার থেকে ৪৬ হাজার পাউন্ড পর্যন্ত। জীবনের মূল্য বলে কথা। সূত্র ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।