আমাদের কথা খুঁজে নিন

   

হামাগুড়ি দিতে শিখেছেন প্রিন্স জর্জ!

ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী ৮ মাসের প্রিন্স জর্জ হামাগুড়ি দিতে শিখেছেন। আজ নিউজিল্যান্ডের সরকারি হাউসে বাচ্চাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ছোট্ট জর্জকে হামাগুড়ি দিতে দেখা যায়। জর্জের বাবা-মা উইলিয়াম ও কেট তাকে সঙ্গে নিয়ে তিন সপ্তাহের ট্যুরে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করছেন।

 

দ্য রয়াল নিউজিল্যান্ড প্লানকেট সোসাইটি ওয়েলিংটনে সরকারি হাউসে ' প্লেডেট' নামে বাচ্চাদের এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উইলিয়াম ও কেট ছোট্ট জর্জকে নিয়ে উপস্থিত হন।

অনুষ্ঠানে জর্জের সমবয়সী আরো ১০ শিশু অংশ নেয়। এদের মধ্যে ৬ জন মেয়ে ও ৪ জন ছেলে শিশু ছিল।

 

তিন সপ্তাহের ট্যুরে সোমবার নিউজিল্যান্ড পৌঁছান ব্রিটিশ এ রাজদম্পতি। এয়ারপোর্টে সবকিছু ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ৮ মাস বয়সী জর্জ। সব চোখ যেন গিয়ে পড়ছিল তার উপর।

আর ওই অনুষ্ঠানেও সবার দৃষ্টি ছিল জর্জ কি করে তার দিকে। বাচ্চাদের সঙ্গে খেলাচ্ছলে নিজে যে একটু একটু করে নড়তে ও হামাগুড়ি দিতে শিখেছেন তা দেখিয়ে দিলেন সবাইকে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।