আমাদের কথা খুঁজে নিন

   

!!! ওয়ালটন বাজারে আনলো মোস্ট ওয়ান্টেড Primo ZX আর Primo S2 !!!


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। ওয়ালটন ব্রান্ডটি একের পর এক তাদের চমকপ্রদ মোবাইল এবং ট্যাব গুলো দিয়ে ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তাই ওয়ালটন এর কাছে স্বভাবতই আমাদের সবার চাহিদাটা অন্যরকম বেশি। তারই ধারাবাহিকতায়  এবার তাদের লেটেস্ট ফ্লাগশিপ ডিভাইস Primo ZX নিয়ে আসে। এই ফোনটি নিয়ে ওয়ালটন অনেক দিন ধরেই প্রোমোশন করে আসছিল।

এটি রিলিজের আগে থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়ে যায়। তাই গত তারিখে ওয়ালটন প্রিমো ZX নিয়ে আসে সাথে আরো একটি চমৎকার ডিভাইস নিয়ে সেটি হল Primo S2। দাম এবং স্পেসিফিকেশন হিসেব করলে ডিভাইস ২টি এখন বাজারের অন্যতম সেরা ২টি ডিভাইস ।
Price- 30,990 BDT


GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Price: 18,990 BDT

EIS (Electronic Image Stabilization) (gyroscopic stabilization)
Capture Mode: Support (HDR mode, burst mode, touch-screen camera, gestures camera, smiling photographs, etc.)
AF mode: Support auto focus; touch focus and support manual face tracking
ISO Speed: Auto / 100/200/400/800/1600
Photo properties: 12 extreme beauties, support for real-time preview, pedestrians cleared, the group beat preferred
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
আমি আগেই X2 mini কিনে ফেলেছি দেখে S2 মডেলটি কিনতে কয়দিন দেরি হচ্ছে , দাম এর অনুপাতে মডেলটি আমার অত্যন্ত ভাল লেগেছে। আর ZX এর কথা বলাই বাহুল্য, অনেকে মনে করছেন এতো দাম দিয়ে কিনলে দামি ব্রান্ড এর মোবাইল-ই কিনবো।

তাদের জন্য বলছি, এটি কিনলে আপনি মোটেও ঠকবেন না। এটিও মুলত একটি দামি ব্রান্ড , ইতিমধ্যেই জেনে গেছেন ,
ফেইসবুকে আমি-এখানে ক্লিক করুন
আমাদের ফেইসবুক ফ্যানপেইজ এ লাইক দিতে ভুলবেন না আশা রাখি।
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।