লালি নামে যে অটোরিকশাচালক কাল চড় মেরেছিলেন, তাঁর বাড়িতেই আজ বুধবার গিয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)-এর খবরে বলা হয়, সেই অটোরিকশাচালক কেজরিওয়ালের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁকে চড় মারা ‘বিরাট ভুল’ হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
কেজরিওয়াল আজ বুধবার পশ্চিম মুম্বাইয়ে ওই অটোরিকশাচালক লালির বাড়িতে যান। এ সময় লালি হাতজোড় করে তাঁর কাছে ক্ষমা চান।
তিনি কেজরিওয়ালকে বলেন, ‘আমি ক্ষমা চাচ্ছি। আক্রমণ করে বিরাট ভুল করেছি। ’ জবাবে কেজরিওয়াল বলেন, ‘আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। ’
৩৮ বছর বয়সী লালি গতকাল মঙ্গলবার দিল্লির সুলতানপুরিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান কেজরিওয়ালকে চড় মারেন। এ সময় চড়ের আঘাতে ৪৫ বছর বয়সী কেজরিওয়ালের বাঁ চোখ ফুলে যায়।
হামলাকারী লালি কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন।
কেজরিওয়ালকে কেন আক্রমণ করেছিলেন, এমন প্রশ্নের জবাবে লালি সাংবাদিকদের বলেন, ‘আমি অসন্তুষ্ট ছিলাম। কারণ, আমি তাঁর (কেজরিওয়ালের) সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তবে পারিনি। এমনকি আমি তাঁর জনতার দরবারে গিয়েও দেখা করতে ব্যর্থ হয়েছিলাম। ’
এ ছাড়া কেজরিওয়াল আজ আবদুল ওয়াহিদ নামে তাঁর ওপর আরেক হামলাকারীর সঙ্গে দেখা করেন।
গত শুক্রবার তিনি দক্ষিণপুরি এলাকায় কেজরিওয়ালকে ঘুষি মারেন।
এর আগে গত ২৮ মার্চ হরিয়ানা রাজ্যের একটি এলাকায় কেজরিওয়ালের ঘাড়ে ঘুষি মারেন এক ব্যক্তি। এ ছাড়া উত্তর প্রদেশের বারানসিতে তাঁর মুখে কালি ছুড়ে মারা হয়েছিল।
গতকাল হামলার পর কেজরিওয়াল বলেন, তিনি এখন নিজের জীবন নিয়েও শঙ্কিত। তিনি বলেন, ‘এই হামলাগুলো পূর্বপরিকল্পিত।
সব হামলাই কেন আমাদের ওপর হচ্ছে? আমাদের ওপর আরও হামলা ঘটবে। এমনকি আমাদের হত্যাও করা হতে পারে। ’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।