টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের প্রভাষক শেখ ফরিদের উপর হামলাকারীর বিচারের দাবিতে টাঙ্গাইল জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দুপুর দুইটায় শহরের নিরালার মোড়ে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি কলেজের শতাধিক শিক্ষক অংশ নেন। মানব বন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ওসমান ভূইয়া, জেলা শাখার সভাপতি আলীম আল-রাজী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মিয়া, আনিসুর রহমান প্রমুখ।
এর আগে গত রোববার টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান বলেন, গত ১৫ মে এইচএসসি পরীক্ষার জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষায় টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজ কেন্দ্রে একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন ওই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ ফরিদ।
পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশ ওই কক্ষে প্রবেশ করে শেখ ফরিদ কে প্রশ্নপত্র বিতরণের জন্য চাপ প্রয়োগ করেন। এসময় শেখ ফরিদ শফিউদ্দিন খোশনবীশের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি শেখ ফরিদের প্রতি আক্রমণাত্বক বাক্য প্রয়োগ ও গালিগালাজ শুরু করেন এবং শারিরীকভাবে লাঞ্চিত করেন। পরবর্তিতে ওইদিন বিকেল পোনে তিনটার দিকে অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশ আবার কলেজে এসে উপাধ্যক্ষের কাছে শেখ ফরিদের বিরুদ্ধে অভিযোগ করেন। এসময় শেখ ফরিদ উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে আবার তার উপর হামলা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এব্যাপারে ওইদিনই টাঙ্গাইল সদর থানায় কলেজের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
গতকাল রোববার শেখ ফরিদ নিজে বাদি হয়ে অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশের বিরুদ্ধে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেছেন।
বিসিএস শিক্ষা সমিতির নেতৃবৃন্দ উক্ত অধ্যক্ষ শফিউদ্দিন খোশনবীশের শাস্তি দাবি এবং তার এমপিও ভুক্তি বাতিলসহ চাকুরি থেকে অপসারনের দাবি জানান। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা বিসিএস শিক্ষা সমিতির সভাপতি আলীম আল রাজী সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।