২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ কর প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। গতকাল বুধবার ঢাকার শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে ‘বিসিএস কম্পিউটার ও মোবাইল মেলা’ উদ্বোধন করার সময় এ আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে কম খরচে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, কম্পিউটার ও মোবাইল ফোন এখন কোনো বিলাসিতা নয়, বরং জীবনেরই একটি অংশ। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, মেলার সভাপতি আবদুল মমিন খানসহ অনেকে।
উদ্বোধনের পরপরই আট দিনের এ মেলা সবার জন্য খুলে দেওয়া হয়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, যেকোনো পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন র্যাফল ড্রয়ের কুপন। মেলায় আসুসের বিভিন্ন মডেলের নোটবুক, নেটবুক এবং ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে রয়েছে উপহার।
মেলা প্রাঙ্গণে আছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। ১৫০টি স্টলে প্রযুক্তি কম্পিউটার ও মোবাইল ফোন প্রযুক্তির নানা পণ্য বিক্রি হচ্ছে।
এ মেলা দেখা যাবে বিনা মূল্যেই। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। শেষ হবে ১৬ এপ্রিল। —রাহিতুল ইসলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।