আমাদের কথা খুঁজে নিন

   

বিএসসির ত্রৈমাসিক হিসাব প্রকাশ, কমেছে ইপিএস

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বিএসসি তাদের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় বা ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিক অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসসির করপরবর্তী মুনাফা হয়েছে সাত কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে তিন লাখ টাকা বেশি। মুনাফা বাড়লেও এই সময়ে ইপিএস কমেছে তাদের। ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫.৪৩ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩.৪৭ টাকা কম। ২০১২ সালের এই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৮.৯০ টাকা।

এদিকে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানের করপরবর্তী মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি টাকায়। আর এই সময়ে ইপিএস হয়েছে ১৭.৬১ টাকা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।