প্রশ্নপত্র 'ফাঁস' হওয়ার অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের আজ বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সকাল ১০টায় এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের (বিষয়কোড-১০৮) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বোর্ড থেকে বলা হয়।
কী কারণে পরীক্ষা স্থগিত করা হলো জানতে চাইলে চেয়ারম্যান বলেন, 'প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন কথিত অভিযোগ উঠেছে।
যেহেতু শেষ সময়ে এসে আমরা জানাতে পেরেছি তাই পরীক্ষা স্থগিত করেছি। '
সূত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রশ্ন বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই রাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।