আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের করবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এবিএম মূসা

দেশ বরেণ্য সাংবাদিক, কলামিস্ট এবিএম মূসার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ফুলগাজীর কুতুবপুর গ্রামের ডেপুটি বাড়ি সংলগ্ন ওই পারিবারিক কবরস্থানে তার মা সাজেদা বেগমের কবর।

পরিবার সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার দ্বিতীয় জানানা, ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজা শেষে বৃহস্পতিবার বাদ জোহর ফেনীর উদ্দেশে তার লাশ নিয়ে রওয়ানা করবেন স্বজনরা। বাদ মাগরিব শহরের মিজান ময়দানে ও বাদ এশা মুন্সীরহাট আলী আজ্জম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবিএম মূসা।

অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত ২৯ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তাকে কয়েকবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে নেওয়া হয়।

সোমবার রাতে তার অবস্থা আরও খারাপ হলে চিকিৎসকেরা তাকে লাইফসাপোর্টে রাখেন। বুধবার দুপুরে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.