আমাদের কথা খুঁজে নিন

   

একুশে অনুভূতির প্রাদেশিক প্রচ্ছদ

আমাদের ঢাকা শহর
চলে থেমে থেমে
সারাদিন রাস্তাঘাট
জ্যামে ভরা থাকে।
পার হয়ে যায়
সময়,পার হয় দিন
দুই পাশে লম্বাজ্যামে
শুধু গাড়ি আর গাড়ি।

ভ্যাঁনভ্যাঁন করে মাছি
কোথাই নেই তারা
রাস্তারধারে ডাস্টবিন
ময়লাতে ভরা।
হৈহোল্লোড় করে সেথা
পথশিশুর ঝাঁক
রাতে ওঠে থেকে থেকে
হুঁইসেলের হাঁক।

পাশাপাশি কোটাবাড়ি
গলিও আছে
ছিনতাইকারীর আড্ডা
তারি ফাঁকে ফাঁকে।



ছোট ছোট ছেলে মেয়ে
সকাল বেলাতে
ভারি ব্যাগ কাঁধে
ঘুম ঘুম চোখে স্কুলে চলে।
ছুটির দিনেও তারা
বিশ্রাম বাদ দিয়ে কোচিং এতে চলে।

গাড়ি ঘোড়া ভাঙ্গে পিকেটার
ককটেলও মারে
পুলিশ দৌড়াই তাদের
রাস্তাঘাটে।

আষাঢ় বাদল মাসে
ড্রেন ভর ভর
নৌকা ছুটিয়া চলে
রাস্তা বরাবর।
ড্রেনগুলো ভরে গিয়ে
পানি রাস্তায় উঠে
পথশিশুর দল তাতে
সাঁতার কেটে চলে।


মানুষে মানুষে
পড়ে যায় সাড়া
পোস্টের উৎসবে জেগে
উঠে ফেবুপাড়া। । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.