ব্লগ জমেছে ব্লগ জমেছে
সবাই ফিরেছে
মৌমাছি যেন মধু খেতে
চাকটি ঘিরেছে ।
উড়ে উড়ে আসছে সবাই
ফুটছে যেন ফুল
এমন আড্ডার পরখ নিতে
করছে না কেউ ভুল।
বসন্তের সুখ সমীরণে
বোশেখে খায় দোল
লাল পেঁড়ে গায় শাড়ি পরে
উড়ায় মাথার চুল ।
হল্লা করে ছুটছে সবাই
আসছে ব্লগে প্রাণ
ফুলের গন্ধে বিভোর হয়ে
নিচ্ছে ফুলের ঘ্রাণ ।
দিন ফুরাবে রাত পোহাবে
উঠবে সুরের তান
জুটবো সবে মিলবো সবে
ভুলবো অভিমান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।