আমাদের কথা খুঁজে নিন

   

"পুরনো ক্যালেন্ডার"

বত্রিশ বসন্ত পার করে তেত্রিশেরও এক তৃতীয়াংশ গত প্রায়।
কি পেলাম পুরনো ক্যালেন্ডারে জানার বড্ড অভিপ্রায়।
দু'চক্ষু বুজে একে একে খুলি সময়ের পুরনো পাতা।
নির্মল সুখের সরল বিবৃতি প্রথম পৃষ্ঠায় তথা।
খুলেছি যত সামনের পৃষ্ঠা সুখ হয়েছে তত দুর্লভ।


সুখ তখন ফাঁকিবাজ ছাত্র;অনুপস্থিতি সুলভ।
পঁচিশের পরে সুখ হয়েছে শায়েস্তা খানের ইতিহাস।
চতুর্মুখি চাপে চ্যাপ্টা হয়ে বেঁচে থাকাই যেন অভিলাষ।

প্রভাত ফুরিয়ে দ্বিপ্রহরে দাঁড়িয়ে মধ্য গগনে ক্ষ্যাপা সূর্য।
কপাল বেয়ে ঘামের ফোঁটা পণ্ড শ্রমের নিষ্ফল বীর্য।


ভ্রান্ত পথের পথিক হয়ে খুঁজেছি কেবল দিগন্ত।
দূরত্ব রেখেছে প্রান্ত রেখা নসীবও হয়নি পয়মন্ত।
মরীচিকার পিছে ছুটেছি কেবল সবি ছিল দৃষ্টি ভ্রম।
ভরে গেছে তাই দীর্ঘশ্বাসে যতই পৃষ্ঠার অগ্র ক্রম।

কত বসন্ত আর আছে বাকি?বাজেটে আছে আর কত?
বত্রিশের পরে কত যোগ হবে? নাকি আছে আরও অর্ধশত?
এক হোক আর অর্ধশত তবে চাই না গত বত্রিশের অনুলিপি।


বদল হয় যেন অগ্রগামি বসন্ত;চাই না পুরনো ফটোকপি। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।