আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের পাশে চিরনিদ্রায় হিরন

বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের দাফন সম্পন্ন হয়েছে। নগরীর মুসলিম কবরস্থানে তার মায়ের কবরের পাশে শুক্রবার বিকেলে ৩টা ৪৫ মিনিটে সমাহিত করা হয় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়রকে। এ আগে বেলা আড়াইটায় বঙ্গবন্ধু উদ্যানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

হিরনের জানাজায় শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আফম বাহাউদ্দিন নাসিম, তালুকদার মো. ইউনূচ, শেখ মো. টিপু সুলতান, নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশীদ খান, নগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ নগরীর সর্বস্তরের জনতার পাশাপাশি বিভাগের জেলা ও উপজেলা থেকে আসা মানুষ অংশ নেন।

গত ২২ র্মাচ রাতে বরিশাল ক্লাবে হৃদরোগে আক্রান্ত হন এবং পা ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে বরশিাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ২৩ মার্চ তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

হিরনের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় ফেরত এনে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.