আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে গান শুনছেন আর সাথে লিরিক্স দেখবেন না তা কি হয়!!! আসুন এদিকে (এন্ড্রয়েড+জাভা)

আসসালামু আলাইকুম!
এমন একটা সময় ছিল যখন আমরা অনেকেই জাভা সমর্থিত ফোন ব্যবহার করতাম। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমরা এখন বিভিন্ন অপারেটিং সিস্টেম চালিত স্মার্ট ফোন ব্যবহার করছি।
বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দেশে এন্ড্রয়েড ইউজার বেশি।
আর গুগল প্লে স্টোরে তো রয়েছেই লক্ষ লক্ষ অ্যাপস।
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি মিউজিক প্লেয়ার অ্যাপস-এর।


যেটি শুধু মিউজিক প্লে-ই করেনা সাথে গানের লিরিক্সও প্রদর্শণ করে!
গান শোনার পাশাপাশি ইংলিশ,বাংলা কিংবা অন্য যেকোনো ভাষার গানের লিরিক্স বা কথা দেখার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন এটি।

আরো যা যা করতে পারবেন অ্যাপসটি দিয়েঃ
১. স্লিপিং টাইমার সেট করতে পারবেন।
২. যেকোনো গানের লিরিক্স এবং আর্টিস্ট এর পিকচার নেট থেকে সরাসরি ডাউনলোড করে নিবে,কয়েক কিলোবাইট কাটবে। আপনার কষ্ট করার দরকার নাই।
৩. যেকোনো মিউজিকের ফাইলে নেম, আর্টিস্ট নেম ইত্যাদি ইডিট করতে পারবেন।


৪.অনলাইনে যেকোনো মিউজিক সরাসরি বাফার করে শুনতে পারবেন।
৫. আর সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হলো Wi-Fi Import, যার মাধম্যে আপনি আপনার পিসি থেকে MP3  ফাইল আপনার ফোনে শেয়ার করতে পারবেন অনায়াশেই শধুমাত্র একটি আইপি লিংকের সাহায্যে!!

৬. আর ইচ্ছেমত থিম, ওয়ালপেপার আর সাউন্ড ইফেক্টস পরিবর্তন করার সুযোগ তো থাকছেই!!
তাহলে আসুন এবার কি করতে হবে সে বিবরণে আসি............
আমাদের অ্যাপসটির নাম TTPod Player

ডাউনলোড লিংকঃ https://www.dropbox.com/s/tvzjccezg1lby22/com.sds.android.ttpod.apk
অফিশ্যালঃ http://m.ttpod.com/ (Java+Android)
সাইজঃ ৯.১ মেগাবাইট
ডাউনলোড করে ইনস্টল করুন।
এরপরের কাজ না বললেও পারবেন।
আমি কথা দিচ্ছি এই প্লেয়ারটি আপনাদের পছন্দ হবেই, না হয়ে উপায় নাই।  জাস্ট একবার ডাউনলোড করুন এবং ব্যবহার করুন।

আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না!
অ্যাডভান্স ইউজারদের জন্যঃ
আমাদের বাংলা গানের লিরিক্স ফাইল ভান্ডার সমৃদ্ধ না। তাই আপনি বাংলা গানের লিরিক্স হয়ত বেশি পাবেন না।
কিন্তু ইংলিশ গানের সবগুলো লিরিক্স-ই আপনার ফোন অটোমেটিক ডাউনলোড করে শো করবে।
আমি একটি বাংলা গান এবং এর লিরিক্স ফাইল দিলাম। ডাউনলোড করে টেস্ট করুন।

অবশ্যই মজা পাবেন। কথা দিচ্ছি ভালো লাগবেই।
গান ডাউনলোড লিংকঃ https://www.dropbox.com/s/nd5tr6fz24cxxp7/Jodi-ReCall%20%28album%20version%29.mp3
লিরিক্স ডাউনলোড লিংকঃ https://www.dropbox.com/s/3bzcgmq8veds298/Jodi-ReCall%20%28album%20version%29.trc
ডাউনলোড করার পরে,
( TTPod  আপনার ফোনের ফোন মেমোরিতে ttpod  নামে একটি ফোল্ডার তৈরি করবে ) ফোন মেমোরির ttpod>lyrics ফোল্ডারে লিরিক্স ফাইলটি রাখুন আর গানের ফাইলটি ইচ্ছেমত যেকোনো জায়গায় রাখুন।
এরপর গানটি TTPod  থেকে প্লে করুন, আর দেখুন মজা !!!
আপনি নিজেও তৈরি করতে পারেন যেকোনো গানের লিরিক্স ফাইল। এ বিষয়ে অন্যদিন টিউন করব, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।




সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.