আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক ID হ্যাক থেকে বাচাঁর উপায়

প্রথমে জেনে নেই কি কি উপায়ে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব: ১.পিশিং মেথড । ২.সফটওয়্যার কি লগার । ৩.হার্ডওয়্যার কি লগার । ৪.ফায়ারশিপ ব্যবহার করে। ৫.কুকি চুরি করে।

৬.সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে । ৭.ই-মেইল অ্যাকউন্ট হ্যাক করে। (ডিকশনারি বা ব্রুটফোর্স অ্যাটাক করে ) এখন আমাদের কাজ হল উপরোক্ত বিষয় গুলি নিয়ে মোটামুটি একটা ভালো ধারনা রাখা। জেনে নেই ফেসবুক পাসওয়ার্ড হ্যাক এর কবল থেকে রক্ষা পেতে আমাদের করণীয়ঃ ১. Email ও Facebook Account এর password change মাঝে মাঝে পরিবর্তন করুন। ২. Password শুধু abc বা 123 ব্যবহার না করে মিক্স এবং capital &small অর্থাৎ 1a2B3c এরকম password ব্যবহার করুন।

৩. Password এ @, #, &, %, *, ৳ ইত্যাদি চিহ্নগুলি ব্যবহার করুন। ৪. আপনার ই-মেইল অ্যাকাউন্ট PrivacySettings থেকে Only me করে রাখুন। ৫. আপনার ফেসবুকের ই-মেইল � িকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এ জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে security-তে ক্লিক করুন।

নতুন পেজ এলে Login Notifications-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। Email-এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর ডানপাশে Edit-এ ক্লিক করে Require meto enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দেওয়ার সময় নতুন বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phonenumber : বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে।

কোড নম্বরটি কোড বক্সেলিখে Continue-তে ক্লিক করুন। তারপর Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় ফেসবুকে লগইন করুন। দেখবেন, Name New Computer নামের একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন।

এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ব্যতীত অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবেএবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-তে ক্লিক করলেই কেবল আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত না আপনার মোবাইলে আসা কোড নম্বরটি কোড বক্সেপ্রবেশ করানো হবে। আপনার ই-মেইলে একটি মেইল যাবে, যেটাতে লেখা থাকবে কে, কখন, কী নাম দিয়ে, কোন আইপি � িকানা থেকে আপনার ফেসবুকে প্রবেশ করেছিল। ৬. ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও যেন আপনার ছবি, ভিডিও, নোট ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য যেন হারিয়ে না যায় সে জন্য ফেইসবুকে রয়েছে ব্যাকআপ রাখার ব্যাবস্থা। তাই আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর ব্যাকআপ রাখুন।

৭. আপনার ফেসবুকে সিকিউরিটি কোয়েশ্চেন দিন। এবং এমন উত্তর দিবেন যা আপনার মোবাইল নং বা প্রিয় মানুসের নাম বা আপনার � িকানা নই। ৮. আপনার ফেসবুক এর Account Settings থেকে ৫জন ঘনিষ্� বন্ধু অ্যাড করে রাখুন। ৯. কোন রকম fake অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন না। ১০. আপনার কম্পিউটার এর ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করবেন না।

১১. সাইবার ক্যাফেতে সাবধানতা অবলম্বন করুন। যতটুকু সম্ভব সাইবার ক্যাফে এড়িয়ে চলুন। ১২. ফেসবুক আপস ব্যাবহার এর সময় সাবধানতা অবলম্বন করুন। ১৩. না জেনে কোন লিংকে ধুকবেন না আর ফেসবুকে লগইন থাকা অবস্থাই কোন লিংকে যাওয়ার পরে পুনরায় পাসওয়ার্ড চাইলে কখনই ওই লিংকে পাসওয়ার্ড দিবেন না। এটা পিশিং লিংক।

আশা করি উপরোক্ত বিষয় গুলি মাথায়রাখলে আমাদের সবার ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক এর হাত থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। কোন ভুলত্রুটি ও পরামর্শ থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.