আমাদের কথা খুঁজে নিন

   

একুশে বইমেলায় প্রকাশের জন্য বই চাই (রিপোস্ট)

আমি কিছু বলছিনা। তার মানে এইনা আমার কিছু বলার নেই। আগের পোস্টের লিংক Click This Link যাদের লেখালিখির অভ্যাস আছে এবং নিজের লেখা বই প্রকাশ করার ইচ্ছা আছে তাদের জন্য আমার পক্ষ থেকে আছে একটি বিশাল সুযোগ। আমি একটি প্রকাশনী সংস্থার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। আসছে বই মেলায় আপনার লেখা বই প্রকাশে সহায়তা করতে পারি।

বই প্রকাশের সম্পূর্ণ খরচ প্রকাশক বহন করবেন এবং বইয়ের বিক্রির উপর প্রাপ্য রয়ালিটি প্রদান করা হবে। রয়ালিটি কত বা কেমন হবে তা অবশ্যই আপনার লেখার গুনাগুন ও বিক্রির পরিমানের উপর নির্ভর করবে। বই প্রকাশের জন্য নির্বাচিত হলে লেখকের সাথে যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে লেখককে অবশ্যই একটি আইনগত দলিলে স্বাক্ষর করে নিশ্চয়তা দিতে হবে যে বইটি তার লিখা এবং প্রকাশনী মেধাস্বত্ব অফিস হতে বইয়ের International Standard Book Number (ISBN) নিবন্ধন করবে। যে ধরনের বই প্রকাশের ক্ষেত্রে প্রধান্য দেয়া হবে সেগুলো হচ্ছে- ১. ছোট গল্প ২. উপন্যাস ৩. বিজ্ঞান কল্পকাহিনী (সাইন্স ফিকশন) ৪. ভ্রমন কাহিনী ৫. বিভিন্ন কারিগরি দিক নিয়ে লেখা বই ৬. অভিজ্ঞতা নিয়ে লিখা কবিতার বই সম্পর্কে আমাকে কিছু বলা হয়নি।

কিন্তু পাঠিয়ে দেখতে পারেন। হয়ত ছোট গল্প কিংবা উপন্যাসের সঙ্গে মিশ্র বই করা যেতে পারে। যেহেতু বই প্রকাশ করা এবং বিক্রি করা আমাদের ব্যবসা তাই যে ধরনের বই পাঠক পড়তে আগ্রহী বেশি সেগুলোই প্রাধান্য পাবে। তাই বলে আমরা অতি চটুল বই প্রকাশে আগ্রহী নই। ন্যূনতম গুনাগুন থাকতে হবে।

বই প্রকাশের পর সে বইয়ের যথেষ্ট বিজ্ঞাপন বা প্রচারের ব্যবস্থা করা হবে। আপনার বইয়ের সফট কপি থাকলে পাঠান এই ইমেইলে। সফট কপি না থাকলে আমাদের ইমেইলে যোগাযোগ করুন যাতে আমরা পান্ডুলিপির প্রতিলিপি সংগ্রহ করতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.