বন্দরের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল থেকেই বন্দরের কাজ পুরোদমে চালু হয়েছে।
মাসিক বেতন ও দৈনিক ভাতা বাড়ানোর দাবিতে ২৬ মে থেকে ধর্মঘট শুরু করে বনগাঁর ট্রাকচালক ও সহকারীদের (খালাসি) কয়েকটি সংগঠন।
আন্দোলনরত শ্রমিক নেতা প্রদীপ সাহা জানান, ট্রাক মালিক সমিতিগুলির তরফ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দাবি না মানা হলে আবারো ধর্মঘটে যাবে শ্রমিকরা।
মালিক সমিতিগুলো আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আরো দুই শ্রমিক নেতা দিলীপ দাস ও অশোক দেবনাথ।
ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী জানান, ধর্মঘটের কারণে পশ্চিমবঙ্গের কয়েকশ’ আমদানি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরে ছয়দিন ধরে আটকে থাকে। তবে পশ্চিম বাংলার বাইরে থেকে আসা কিছু ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তনি অ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন মিলন বলেন, ওপারে ধর্মঘটের কারণে পেট্রাপোল বন্দরে কোটি কোটি টাকার পচনশীল পণ্য নষ্ট হচ্ছে। এতে বাংলাদেশের আমদানিকারকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশি দুই শতাধিক ট্রাক খালাসের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।