আমাকে আর কয়দিন অপেক্ষা করতে হবে!!!!!????? আজ রেজিষ্ট্রেশনের এক মাস সাতদিন হতে চলল........ তবুও ছাড়পত্র দেয়ার কোন লক্ষন দেখতে পাচ্ছিনা। জানিনা এখানে কয় মাসে ৭ দিন হয়। ৭ দিনের কথা বলে আজ ১ মাস ৭ দিন পার হয়েছে, অথচ প্রথম পাতার মুখ এখনো দেখাই হলো না আমার। তবে আমিও দমবার পাত্র নই। দেখি কবে উনারা এই অধমের প্রতি সদয় হন। তবে কোন কারনে যদি মডুরা আমাকে ফ্রন্ট পেইজ একসেস দিতে না চান (জানিনা এমন কোন চিন্তা কারো কারো ব্যাপারে উনাদের থাকে কিনা) তবে আমি অনুরোধ জানাই আমার এই নিকটাকে ব্লক করে দেয়া হোক। ধৈর্য আমি ধরতে পারি যদি দেখি সেখানে পাওয়ার মত সত্যি সত্যি কিছু আছে কিন্তু তখনই খারাপ লাগে যদি দেখি যে নাকের সামনে অযথা মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। তবে আশাই আমি এখনো বসেই আছি। কবে পাব ছাড়পত্র কি পাবনা এখন সেটাই দেখার বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।