তারা কাজ বন্ধ রাখায় হাসপাতালে আসা রোগীরা পড়ছেন দুর্ভোগে।
কর্মবিরতির পাশাপাশি রোববার সকালে হাসপাতাল এলাকায় মানববন্ধন করে হামলাকারী শিবিরকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
শনিবার সকালে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগের সাবেক নেতা ও ইন্টার্ন চিকিৎসক সোহেল পারভেজ সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল সাংবাদিকদের বলেন, শিবিরকর্মীরাই তাকে পিটিয়ে আহত করেছে।
এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিস চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহবায়ক রাশেদুর রেজা সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার সঙ্গে জড়িত ও চিহ্নিতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
এদিকে হামলার ঘটনায় সুমন বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।