অরুণালোক বিরাজ
তৈয়ব খান
আমি নিশি দিন দেখি গো তোমারে
মহাবন-মরুভূমি পর্বত-সাগরে। ।
সর্বব্যাপী সর্বরূপী তোমার বিরাজ
সর্বশ্রোতা-সর্বদ্রষ্টা তুমি মহারাজ।
মিশে আছো বিস্ময় গোপন আকারে। ।
তোমাতে তাবৎ কিছুর মহাজ্ঞান জমা
গগণ-জমিন জুড়ে তোমার মহিমা।
বিকশিত হয়ে আছো সত্য ও সুন্দরে। ।
সকল সৃষ্টি জুড়ে তোমার প্রকাশ
যে জন দেখতে জানে তারই মেটে আশ।
আর সে চাহে না কিছু জগৎ সংসারে।
।
প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।