নতুন বছরে আরও ১০ লাখ গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বৃহস্পতিবার ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে দূতাবাসের ব্যালকনি থেকে জনতার উদ্দেশে ভাষণ দেন অ্যাসাঞ্জ। এ সময় নথি প্রকাশের এ ঘোষণা দেন তিনি।
এদিকে, অ্যাসাঞ্জের বক্তব্য শুনতে বৃহস্পতিবার দুপুর থেকে লন্ডনের নাইটব্রিজ এলাকায় ইকুয়েডর দূতাবাসের সামনে জড়ো হন শতাধিক মানুষ ও বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা। সন্ধ্যায় অ্যাসাঞ্জের প্রতি সমর্থন জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেন অ্যাসাঞ্জ ভক্তরা
এ সময় ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান অ্যাসাঞ্জ।
তিনি বলেন, সম্প্রতি পেন্টাগন উইকিলিকসের কার্যক্রমকে চলমান অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির নানা কূটনৈতিক তত্পরতার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করার অপরাধে যুক্তরাষ্ট্র আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, কেউ মুক্ত গণমাধ্যমের বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
তিনি আরও বলেন, সত্য প্রকাশে পিছপা হবে না উইকিলিকস। কথা বলার জন্য আমি সব সময় প্রস্তুত, আমার দ্বার উন্মুক্ত।
অ্যাসাঞ্জ বলেন, ‘আমি জানি, দূতাবাসে আমার অবস্থান ও মতপ্রকাশ দুটোই নিরাপদ। এ জন্য ইকুয়েডর সরকারের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি মোটেও ভীত নই, উইকিলিকসের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কোনো অবকাশও নেই। ’
২০১২ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন অ্যাসাঞ্জ। পৃথিবীজুড়ে যেসব সংবাদকর্মী সত্য প্রকাশ করতে গিয়ে হাজতবাস করছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান অ্যাসাঞ্জ।
সূত্র:: দূরদেশ ডেস্ক
:: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।