আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার গণসংযোগে বাধা দিলে টানা হরতাল

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ২৬ ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচিতে বাধা দিলে কড়া কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। আজ শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তরিকুল ইসলাম বলেন, ‘রাজধানীতে খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে সরকার যদি বাধার সৃষ্টি করে, তাহলে আমরা কড়া কর্মসূচি দেব।’ কড়া কর্মসূচি বলতে কী বোঝাচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, তিন থেকে পাঁচ দিন হরতাল দেওয়া হতে পারে। তবে তারা গণতান্ত্রিক কর্মসূচি দেবে বলেও জানান তিনি। তরিকুল ইসলাম জানান, রাজধানীতে পাঁচটি অঞ্চলে খালেদা জিয়া পথসভা করবেন। এগুলো হলো: বৃহত্তর মিরপুর, রমনা-তেজগাঁও, সূত্রাপুর-কোতোয়ালি, খিলগাঁও-সবুজবাগ, বাড্ডা-উত্তরা। ওই দিন বেলা ১১টার দিকে গণসংযোগের শুরু হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।