রোববার মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে বেগ লিয়াকত আলী এ অভিযোগ এনে সদর থানায় সাধারণ ডায়েরি এবং রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ অভিযোগের বরাত দিয়ে বলেন, গত ২৮ মে খুলনা টাউন জামে মসজিদে জেলা ইমাম পরিষদের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভায় মেয়র প্রার্থী মনি বক্তব্য রাখেন।
“সেখানে মনি বলেন, মসজিদের ইমাম-আলেমদের ওপর গুলি বর্ষণের জবাব দেয়ার সময় এসেছে এবং ব্যালটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেয়া হবে।”
অভিযোগে বলা হয়, মেয়র প্রার্থী মনি মসজিদের মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের উস্কানিমূলক বক্তব্য প্রদান ও ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, মেয়র প্রার্থী মনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।