নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে.....। পোস্টটি দিয়েছিলাম-৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৭ |
উৎসর্গ-তখনকার অনেকেই হয়তো এখন আর ব্লগিং করেন না...তাদের সবাইকেই...স্পেশালি রাতমজুর ভাইয়াকে।
আজকে ইন্টারন্যাশনাল ব্লগিং ডে। সেইজন্য সা.হো. ব্লগের অনেকেই মিলে পাবলিক লাইব্রেরীতে আড্ডা দিয়েছিলাম। আমি এই প্রথম গিয়েছিলাম।
সবাই মিলটন ভাইকে, নাইম ভাইকে আরো অনেককেই মিস করলো। কালপুরুষদাকে দেখে আমার ভাইয়া ইউনুস একটু অবাক হয়েছে। কারন শুনে কালপুরুষদার প্রাণ খোলা হাসি। বৃত্তবন্দী খুবই মজার লোক। শামীম ভাই এসেছিলো নাকি উনার মন খোলা হাসি নিয়া।
খুশবু আপু এসেছিলো আমার মতো প্রথমবার। উনি নাকি প্রতিবার আড্ডা হওয়ার পর ঐ পোস্ট আসলে বলেন, আমি জানিনাতো, আমাকে কেন বলা হয় নাই? এইবার উনি কি বলবো জানতে খুব মন চাচ্ছে? এইবার হয়তো বলবে এইখানে এতো খাওয়া হবে সেটা কেন আগে বলা হয় নাই। তাহলে পেট খালি নিয়া আসতাম। এইটা আবার আমার কথা না। যাক অনেক খাওয়া হয়েছে আমড়া, ফুচকা, চটপটি আরো কত কি? ক্যামেরম্যান, লুলুপাগলা, লালদরজা, ঘাসফুল, কাঙ্গাল মামা, ভাঙ্গা চাঁদ, আবু সালেহ, লুকার, কৈলাশ, ওয়ার হিরো উনাদের আগমনে ব্লগ আড্ডা আরো জমেছিলো।
আচ্ছা কারো বাবা, ভাই যখন খুন হয় তারপর তার প্রতি শুধু করুনায় হয়। কিন্তু আমার রাতমুজুরের প্রতি জন্মালো অগাধ ভালোবাসা। সেইটা তার কমিটমেন্ট, ব্লগের প্রতি ভালোবাসা, ব্লগের মানুষের প্রতি ভালোবাসা দেখে। সেইটা শ্বাশত, প্রাপ্তিদের প্রতি ভালোবাসা দেখে। রাতমুজুর সহ ব্লগের সবার প্রতি ভালোবাসা রইলো।
যারা আসেন নাই তারা কিন্তু বিরাট কিছু মিস করেছেন। সত্যি বলছি আফসোস করে যাবেন তবে ফেরত পাবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।