আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় সিরিয়াল ফ্যাক্টস/মেমে

১. লোকে বলে শিখার কোন শেষ নায় । আমি বলি , তাদের সিরিয়ালের কোন শেষ নায় । ২. নিউটন বলেছিলেন , আমি জ্ঞান এর সাগরে নুড়ি কুড়াচ্ছি মাত্র । আমি বলি , আপনি তাদের সিরিয়ালের এক হাজার পর্ব দেখা শেষ করেছেন ! আপনি সিরিয়াল দেখা শুরু করলেন মাত্র । ৩. তাদের সিরিয়াল থেকে বের হতে পারেনি আমার মা তার মা তার মা ।

৪. ইহা একটি শক্তিশালী ক্ষতিকর ছোয়াচে এবং কথাচে ভাইরাস । প্রথমে ইহা পরিবারের নারীদের মাঝে এবং অতঃপর অন্য সব সদস্যের মাঝে ছড়িয়ে পরে । ৫. এই ভাইরাস যাদের আক্রমন করে তারা বাদে বাকি কেউ ইহা দেখতে পারে না । তবে রোগী দ্বারা নিয়মিত অত্যাচারিত হয় । ৬. জানা যায় হিটলারের সময়ে ভারতীয় সিরিয়াল কেউ দেখত না ।

একারনে অনেকেই প্রানে বেঁচে যায় । ৭. গোয়ান্তানামো বে কারাগারে ভারতের সিরিয়াল দেখানো হয় না । কারন তারা এখনও এতটা নিষ্ঠুর হতে পারেনি । ৮. ট্রয় যখন পুড়ছিল নেরো তখন বাঁশি বাজাচ্ছিল এবং সিরিয়াল দেখছিল । ৯. ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ভারতের সিরিয়াল দেখেই তাদের ক্যাম্পাস নির্মান করে এবং তাদের শিক্ষার্থীদের সিরিয়ালের অভিনেতা দের মত চরিত্র গঠন করতে বলে ।

১০. বাংলাদেশের সরকারী কর্মকর্তারা নিয়মিত সিরিয়াল দেখে এবং সিরিয়ালের মতই ধীরগতিতে কাজ করে । ১১. সিরিয়ালের ভাইরাসে আক্রান্ত রোগী অনেকটা ফেসবুক পেজের এডমিন দের মত । যতই বুঝান না কেন তারা লাইক ভিক্ষা চাওয়া এবং সিরিয়াল দেখা বন্ধ করবে না । বেশী কিছু বললে নগদে ব্যান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.