গত বিপিএল এর কথা নিশ্চয়ই সবার মনে আছে! কি ঘটেছিল গত বিপিএল এ। আমাদের দেশীয় ক্রিকেটার বিশেষত মাশরাফি, সাকিব, মুশফিক, আশরাফুলদের মতো তারকা খেলোয়াড়দেরকে যেখানে বাজিগরদের অর্থের হাতছানিতে টলানো যায় নি, সেখানে আমাদের দেশের ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসরকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল এক বিদেশীর অসাধু তৎপরতার জন্য। বাজিগরদের সাথে তার কিংবা তার দেশীভাইদের সখ্যতা অবশ্য কখনোই চমকিত হয়ার মত কিছু ছিল না। আর সেজন্যই আমরা কেউই অবাক হই নি যখন জেনেছিলাম সেই বিদেশী ক্রিকেটারটির নাম নাসির জামশেদ, যখন জেনেছিলাম সেই ক্রিকেটারটি পাকিস্তান নামক এক নাপাক রাষ্ট্রের। কিন্তু আমরা কি এবারও চাইছি যে আমাদের বিপিএল প্রশ্নবিদ্ধ হোক? যদি না চাই, তাহলে কেন বিশ্বক্রিকেটে অছ্যুৎ পাকছানাপোনাদের এই বাংলার মাটিতে এত এত কদর?
আশা করি ইতোমধ্যেই সকলে বিপিএল এর নিলাম বিষয়ে অবগত আছেন।
সকলেই দেখেছেন আমাদের তামিম ইকবালের চেয়ে কীভাবে পাকিস্তানের ইমরান নাজিরের মতো নিজ টীমেই নড়বড়ে ক্রিকেটার বেশী দাম পেয়েছে। দেখেছেন ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে একাধিকবার অভিযুক্ত আজহার মেহমুদের মতো বুড়ো ভাম কি করে উচ্চমূল্য পাচ্ছে। কেন আর কি কোনো দেশের ভালো ভালো ক্রিকেটারেরা ছিল না? কেন আমাদের এত পাকচোষণের নেশা?
এদিকে লোটাস কামাল নামের এক পদলোভী শুরু করেছে আরেক কেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছে সে। অথচ পাকিস্তান নামক ব্যর্থ রাষ্ট্রটি এক মৃত্যুকূপ ছাড়া আর কিছুই নয়।
সেইসাথে বাংলাদেশের প্রতি তাদের চিরবৈরীতার ইতিহাস তো সবারই জানা। তা সত্ত্বেও আজো পাকিস্তান সাহস করে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করার। তারা হুমকি দেয়, বাংলাদেশ পাকিস্তানে না গেলে নাকি তারা তাদের ছানাপোনাদের এদেশে পাঠাবে না। আরে বাপু, এদেশে কি পাকছানাপোনাদের অভাব পড়েছে নাকি যে ওদের হিন্দিচুলেদের জন্য আমাদের সোনার ছেলেদেরকে নরকগুহায় পাঠাতে হবে?
আর তাই, উচিত জবাব দেয়া হোক পাকিস্তানকে। তাদেরকে দেখিয়ে দেয়া হোক, তাদের খেলোয়াড় ছাড়াও আমাদের বিপিএল চলে, খুব ভালোভাবেই চলে।
আর বিসিবি কে কথা দিচ্ছি, পাকমুক্ত বিপিএল বেশী বৈ কম সফল হবে না। আমার মত তরুণেরা যারা ‘পাক ছানাপোনা আর তাদের দোসর’দের লাফালাফি দেখতে হবে বলে বিপিএল বর্জন করি, তারা দলে দলে যাব স্টেডিয়ামে। নিশ্চিত থাকতে পারেন, পাক-মুক্ত বিপিএল এ স্টেডিয়ামের একটি সিট ও খালি থাকবে না। অন্যথায় দেশ যেভাবে একাত্তরের চেতনায় জেগেছে, তাতে পাকচোষণের নীতি কর্তাব্যক্তিদের পেছন দিয়ে বাঁশ হয়ে ঢুকলে জাতি দায়ী থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।