প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। গত 10 দিন থেকে কথাসাহিত্যিক আনিসুল হক প্যারাটাইফয়েডে ভুগছেন। তবে তিনি সুস্থ্য হয়ে উঠছেন বলে জানা গেছে।
তো আমার বলবার বিষয় হলো গত 3/4 দিন পূর্বে আমি আমার গবেষণা কর্মের জন্য তাঁকে রিং করি। অসুস্থ্য অবস্থায় তিনি আমার সাথে সাবলীল কথা বলেন এবং বলেন আমি যেন সাতদিন পর তাঁকে রিং করি। আমি আমার গবেষণা কর্মের জন্য বাংলাদেশে জীবিত অবস্থার কতিপয় কথাসাহিত্যিকের সাথে যোগাযোগ করেছি এমন ভালো ব্যবহার পায়নি । অন্যন্যরা যেখানে সুস্থ্য অবস্থায়ও কথা বলেন না। সেখানে আমার প্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক অমায়িক ব্যবহার করেন।
আর এতেই তাঁর বড় মনের ও মানসিকতার পরিচয় পাওয়া যায়। আমার মনে পড়ছে রবী্ন্দ্রনাথ ক্লাস থ্রি পড়া মুজতবা আলীর চিঠি পেয়ে যখন লিখেছিলেন পড়, পড় এবং পড়। সেই রকম উদার মনের মানুষ হাল কালের কথাসাহিত্যিক আনিসুল হক। তাঁর সুস্থ্যতা কামনা করছি। আপনারা কথা সাহিত্যিক আনিসুল হকের জন্য দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।