আমাদের কথা খুঁজে নিন

   

জানার আছে অনেক কিছু (পর্ব ১) আসুন বেশী করে গাছ লাগাই তবে ইউক্যালিপটাস নয়!

ইউক্যালিপটাস গাছ দিন দিন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। এর আগমন সুদূর অস্ট্রেলিয়া থেকে। এই গাছের দ্রুত বৃদ্ধি বাংলাদেশে এর জনপ্রিয়তার মুল কারন। বিশেষত উত্তর অঞ্চলের মানুষ জ্বালানী হিসেবে এর ব্যপক ব্যবহার করে আসছে। কিন্ত এর ভয়াবহতা যে কত ব্যপক তা আমরা অনেকেই জানিনা।

নিম্নে এর দুয়েকটি তুলে ধরা হলঃ ১। ইউক্যালিপটাস মাটি থেকে প্রচুর পরিমানে পানি শোষণ করে এবং পাতার মাধ্যমে অবিরত ছাড়তে থাকে। ফলে পানির স্তর আস্তে আস্তে খালি হতে থাকবে এবং ঐ এলাকার মানুষ পানির সংকটে পরবে। নিকট ভবিষ্যতে মরুময়তা দেখা দিবে। পৃথিবীর অনেক এলাকায় মরুময়তার জন্য দায়ী এই ইউক্যালিপটাস গাছ।

২। ইউক্যালিপটাস গাছের পাতা সহজেই পচে না কিংবা মাটিতে মিশে যায় না। ঐ পাতা মাটির স্তরে স্তরে জমা হয়ে কঠিন স্তর তৈরি করবে। যার ফলশ্রুতিতে মাটি হারাবে তার উর্বরাশক্তি। আমার মনে হয়না এই দুটি পয়েন্ট জানার পর আর কিছু ভেঙে বলার দরকার আছে।

বিস্তারিত জানতে গুগল তো আছেই। সুতরাং আসুন এই গাছের বিরুদ্ভে এখনই জনসচেতনতা গড়ে তুলি। এবং ইউক্যালিপটাস গাছ কেটে তার পরিবর্তে কদম কিংবা অন্য গাছ লাগাই। সবাইকে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।