শনিবার রাতে প্রতিদ্বন্দ্বী ১৮ দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের অভিযোগের প্রেক্ষিতে লিটনকে এ নোটিশ দেয়া হয়।
এদিকে শনিবার রাতেই মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে তার বিরুদ্ধে অভিযোগ আনেন লিটন।
রিটানিং কর্মকর্তা শুভাস চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত ব্যানার টাঙ্গানো, নির্বাচনী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর রঙ্গিন ছবি টাঙ্গানোর অভিযোগ পেয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে লিটনকে নোটিশ দেয়া হয়েছে।
মেয়র প্রার্থী বুলবুলের পক্ষে তার নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন তপুর লিখিত আবেদনের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচনী কর্মকর্তা আরো জানান, এর আগে শনিবার রাতে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সতর্ক করা হয়েছে।
“শুক্রবার লিটনের পক্ষে তার নির্বাচনী এজেন্ট নওশের আলীর অভিযোগের প্রেক্ষিতে বুলবুলের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ দেয়া হয়। শনিবার রাতে নোটিশের জবাব পেয়ে তাকে সতর্ক করা হয়েছে”, বলেন শুভাস চন্দ্র।
এদিকে রোববার সকাল থেকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগ করেন লিটন।
এ সময় তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করে তালা প্রতীকে আরেকবার ভোট প্রার্থনা করেন।
মোসাদ্দেক হোসেন বুলবুল নগর ভবন ও নগরীর ২নং ওয়ার্ডের বুলনপুর এলাকায় গণসংযোগ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।