আমাদের কথা খুঁজে নিন

   

লিটনকে হুঁশিয়ারি ইসির

সোমবার দুপুরে এ ব্যাপারে একটি চিঠি রাজশাহী নির্বাচন কমিশনের কার্যালয় থেকে পাঠানো হয়েছে।
সহকারি রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লিটনের অবৈধ নির্বাচনী কার্যালয় স্থাপন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর রঙ্গিন ছবি দিয়ে ব্যানার টাঙ্গানো এবং দেওয়ালের সঙ্গে পোস্টার লাগানোর ব্যাপারে লিখিত অভিযোগ করেন ১৮ দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের এজেন্ট তোফাজ্জল হোসেন তপু।
এ অভিযোগের প্রেক্ষিতে লিটনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। রোববার রাতে লিটনের পক্ষ থেকে নোটিশের লিখিত জবাব দেয়া হয়।
সাইফুল ইসলাম বলেন, “সোমবার দুপুরে নির্বাচন কমিশনের মনিটরিং কমিটির পর্যালোচনা সভায় ২৪ ঘণ্টার মধ্যে লিটনের অবৈধ নির্বাচনী কার্যালয়, ক্যাম্প, ব্যানার ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

নইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে। ”
চিঠি পাওয়ার কথা স্বীকার করে মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী এজেন্ট নওশের আলী বলেন, “কোথায় কি অবৈধ রয়েছে তা নির্দিষ্ট করে দেয়া হয়নি। তবে তাদের অজান্তে কেউ যদি নির্বাচনী ক্যাম্প করে থাকে বা ব্যানার টাঙ্গায় তা সরিয়ে নেয়া হবে। ”
প্রচারণায় ব্যস্ত লিটন ও বুলবুল
সোমবার সকালে নগরীর বেলদারপাড়া, নিউমার্কেট, সুলতানাবাদ এলাকায় গণসংযোগ করেন লিটন।
এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাসহ মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অপরদিকে নগরীর তেরখাদিয়া এলাকায় গণসংযোগ করেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।