আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ব্লগ ডে উদযাপন -২০১২ ( স্থির চিত্রে সম্পূর্ণ অনুষ্ঠান )

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে আসুন আমরা সবাই একসাথে স্থির চিত্রে সম্পূর্ণ অনুষ্ঠান টি দেখি । ১। এই সেই ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র (আরসি) মজুমদার অডিটরিয়াম যেখানে আমাদের ব্লগ ডের অনুষ্ঠান টি হবে। ২। প্রস্তুত আমাদের স্বেচ্ছাসেবকরা ( তীব্র শীত উপেক্ষা করে অডিটরিয়ামের বাইরের রাস্তায় অপেক্ষা করছে আগত ব্লগারদের কে স্বাগতম জানানোর জন্য আর সাথে ক্যমেরা একশান তো থাকছেই আর আছেন আমাদের নতুন জামাই ! ৩।

একে একে আসছেন ব্লগাররা আর স্বেচ্ছাসেবকরা ব্যস্ত তাদের স্বাগতম এবং যথাস্থানে বসিয়ে দেবার জন্য । ৪। শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠান – যথারীতি উপস্থাপনায় আমাদের “অন্যমনস্ক শরৎ” ভাই । ৫। প্রথমেই ব্লগার পরিচিতি পর্ব – এবারে উপস্থাপনায় পরিবর্তন – আমাদের এক আপু ,“কাল্পনিক ভালোবাসা” এবং সাগর ভাই ।

৬। এবার চলছে একে একে ব্লগার পরিচয় পর্ব – কে কোনটা আওয়াজ দিবেন । ৬/১) ৬/২) ৬/৩) ৬/৪) ৬/৫) ৬/৬) ৬/৭) ৬/৮) ৬/৯) ৬/১০) ৭। স্বেচ্ছাসেবকরা মনোযোগ দিয়ে পরিচয় পর্ব উপভোগ করছেন । ৮।

সাথে সাথে চলছে আমাদের রক্ত দান কর্মসূচি এবং স্বেচ্ছাসেবকরা ব্লগারদেকে রক্ত দানে উৎসাহ দিচ্ছেন । ৯। ইতিমধ্যে চলে আসলো আমাদের তবারক (খাবার দাবার ) আর সেটা দেখাশোনা করার দায়িত্ব দিল আমাকে । ** আচমকা এক দল ক্ষুধার্ত ব্লগাররা চালালো খাবারের ওপর হামলা !! শুরু হল তাদের সাথে আমার লড়াই !! ঢিসুম! ডুসুম!! তারপর নায়ক (মানে আমার জয় হল ) ক্ষুধার্ত ব্লগাররা পালালো । ১০।

ততক্ষণে আমাদের সন্মানিত প্রধান অতিথির আগমন , স্টেজে উঠা এবং তাহার গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান । ১১। বিভিন্ন বাংলা ব্লগের ব্লগার এবং সন্মানিত বিশিষ্ট জনেরা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন । ১২। প্রধান অতিথির বিদায় ।

এবার শুরু হবে বাংলা ব্লগের কর্ণধার গনদেরকে নিয়ে বক্তব্য মূলক অনুষ্ঠান কিন্তু দুঃখের বিষয় “সামহোয়্যার ইন ব্লগের” কর্ণধার জানা আপু এখনো এসে পৌছায় নি !! ** অবশেষে দীর্ঘ ৩ ঘন্টা প্রচণ্ড যানযট থেকে রেহাই পেয়ে জানা আপুর আগমন । ১৩। শুরু হল ২য় অনুষ্ঠানের ২য় পর্ব – ১৪। দর্শকদের একাংশ – ১৫। এবার শুরু হবে একটি বিনোদন ধর্মী “টক শো” ব্লগার বনাম একচোখা মডারেটর” এতে অংশগ্রহণ করেন কিছু কাল্পনিক চরিত্র যেমন – ব্লগারদের মধ্যে – ঠেলাগাড়ির ড্রাইভার , শ্রীজনী এবং উম্মাদ সাগর এবং মডারেটর এর ভুমিকায় ছিলেন “ অন্য মনস্ক হেমন্ত” এবং “এক্সট্রাটেরেস্ট্রিয়াল ঝর্না” ।

১৬। ও বলা হয়নি এখান থেকেই সরাসরি সম্প্রচার হচ্ছিল আমাদের ব্লগ ডের অনুষ্ঠান । ১৭। চলছে সেরা ব্লগার পুরস্কার বিতরণী অনুষ্ঠান – সামু থেকে ২০১২ এর সেরা কমেন্ট দাতা হলেন আমাদের – চেয়ারম্যন সাহেব। অমনি শুরু হয়ে গেল তুমুল করতালি !! ১৮।

অবশেষে “সামহোয়্যার ইন ব্লগের” পুরো টিমকে পরিচয় করিয়ে দিচ্ছেন “জানা আপু” তারপর খাওয়া দাওয়া – আড্ডা – এবং বাসায় যাওয়া । সম্পূর্ণ ছবি পেতে ফেস বুক দেখুন Click This Link ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.