আমাদের কথা খুঁজে নিন

   

রুশানের জন্যে

কত মানুষ সারারাত না খেয়ে আছে? কত মানুষ অনাদরে অবহেলায় খোলা আকাশের নিচে? কত শিশু মরিছে প্রতিদিন? অপুষ্টিতে দুরারোগ্য ব্যাধিতে ,অবহেলায়, কিংবা চরম দারিদ্রতায়। তারাওতো মানুষ তাদের জীবনের কি কোন মূল্য নাই? হয়তো সেই শোকানল চোখের অগোচরে হারিয়ে গেছে মিলিয়ে গেছে দূর অজানায়। রুশানতো অজানা নয় সে ছোট্ট শিশু ফুলের মতন; নিষ্পাপ সুন্দর ফুটফুটে ধরণীর বুকে পূর্ণ শশি যেন পৃথিবীরে আলেকিত করে বেঁচে আছে মুমূর্ষের মতন। এটি তার অধিকার; সুস্থ সবল দেহ নিয়ে ভালোভাবে বাঁচিবার। সে আমাদেরই সন্তান; আমাদেরই ভাই আমাদের ভালবাসা আমাদের প্রশস্তহাত করতে পারে তারে নতুন জীবন দান। একটুখানি সহায়তা দিতে পারে তারে সুস্থ দেহ প্রাণ; আমরা যদি না করি তারে স্নেহ না করি অর্থদান; চোখের সমুখে এমন শিশু করিবে জীবন দান এমন কি হওয়া উচিৎ কভু? অযত্নে অবহেলায় দূরারোগ্য ব্যাধীতে মৃত্যুরে করিবে আলীঙ্গন!! এ হতে দেয়া যায়না এ হবার নয়; চল সবাই মিলাই হাত করি সকলে এই পণ, রুশানেরে বাঁচাতে লড়ে যাব মোরা মৃত্যু হটিয়ে দানিব তারে প্রস্ফুটিত জীবন। ----------------------------------------------------------------------- রুশানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন..তাদের শুভকামনা ও সাফল্য কামনা করছি।সামু সামাজিক সচেতনতা,মানবিকতা ও আধুনিকতার সমন্বয়। সামুর সৌজন্যে যদি একজন শিশুর জীবন রক্ষা পায়...সুস্থ হয়ে ওঠে..নিসন্দেহে এটি হবে সামুর বিরাট অর্জন....এই যে প্রচেষ্টা একটি প্রাণকে বাঁচানোর ..এই মহতি উদ্যোগের প্রতি শ্রদ্ধা রইলো....... -------------------------------------------------------------------- এই কাজে যারা অগ্রদূত তারা হলেন.............. ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫ ) ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০) ব্লগার স্বপনবাজ(০১৭৭৬৪৫১৪৫৮) ব্লগার সাইফুল্লাহ আমিন ব্লগার পথের পাচ ! এ বিষয়ে বিস্তারিত জানতে মূল পোষ্ট দেখুন ! ২ ঃ ছবি প্রদর্শনী আয়োজোনের জন্য কাজ করে যাচ্ছেন ব্লগার রাইসুল সাগর(০১৬১৫৩৭৭৭৭৭) , একজন আরমান(০১৯১৮০৫০৫৮০) , ঘুড্ডির পাইলট , সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫) ! প্রদর্শনী হতে পারে চারুকলা ও এলিয়েন্স ফ্রান্সিস গ্যালারিতে ! বিঃ দঃ রুশানের জন্য সাহায্য বিষয়ক আপডেট পোষ্ট , সব ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি !ব্লগার..স্বপনবাজের লেখা থেকে এই মহতী উদ্যোগের সেচ্ছাসেবি ও উদ্যোক্তা নাম,মুঠোফোন নম্বর..এই ব্যাপারে সামুর গৃহীত কর্মসূচী কপি পেস্ট করে সংযোজন করা হয়েছে। ছবি -নেট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.