রোববার দুপুরে উপজেলার নিতপুর হাপানিয়া সীমান্তের ২৩২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তৌফিকুর রহমানকে (৪০) রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি উপজেলার ইসলামপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে।
হাপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার ও বিওপি কমান্ডার রফিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুর দেড়টায় তৌফিক সীমান্তের বাংলাদেশ অংশে গরু চড়ানোর সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।
“একটি গুলি তৌফিকের বাঁ পায়ে লাগে।”
পোরশা থানার ওসি শফিউল আলম জানান, বিএসএফের গুলিতে এক রাখালের গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।