আমাদের ভার্সিটির ফার্মেসি বিভাগ টা সম্পূর্ণ ভিন্ন......শিক্ষা সফর এর জন্য আমাদের সময় হলে শিক্ষকদের হয়না আর শিক্ষকদের হলে আমাদের হয়না...... ডিসেম্বর মাসে এত প্রোগ্রাম থাকায় স্যাররা যখন সফর পিছানোর কথা বলছিল তখন আমাদের চরম ইচ্ছের কারণে স্যাররা আমাদের কে অনুমতি দিতে সম্মতি পোষণ করল......। । আমরাও সকল বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ১০ তারিখ রাতে কক্সবাজার এর উদেসশে রওনা হলাম ...। । বাসে যতনা শীত লাগছিল তার চেয়ে বেশি গরম লাগছিল অ্যাডভ্যানচারস ট্যুর এর উত্তেজনার কারণে......।
বাসে সারারাত গান আড্ডা হাসির পর সকালে আমরা কক্সবাজার পৌছলাম......। কিন্তু ১১ তারিখ হরতাল থাকার কারণে মনে হচ্ছিল দিন টাই মাটি যাবে...... কিন্তু সকালে যখন বের হলাম দেখলাম রিকশা ও অটো সবকিছু চলছে......। এটা দেখে এত ভাল লাগলো যে ভাষায় প্রকাশ করার মতো না। । এরপর সবাই একসাথে সমুদ্র সৈকত দেখতে গেলাম......।
। সেখানে এত মজা করলাম তা বলার অপেক্ষা রাখেনা......। । সেখান থেকে তো আসতেই ইচ্ছা করতেছিলনা......। ।
এর পর সারা সন্ধ্যা মার্কেট এ ঘুরে সারারাত হোটেল এ আড্ডা দিয়ে পরের দিন সেন্ট মারটিন এর উদ্দেশে রওনা হলাম...
সেন্ট মারটিন এর ২ টা দিন পুরাই সপ্নের মতো কাটল......... এত আনন্দ হয়ত সবাই কখনো করেনাই...... আর সৈকত এ ফুটবল খেলা, ছেরাদিপের পানিতে সাতার কাটা এক কথায় চরম লাগলো.........। ।
এর পরের দুইদিন থাকলাম বান্দরবনে............ সেখানের নীলগিরি, মেঘলা, সরন মন্দির , নীলাচল এক কথায় অবিশ্বাস্য সুন্দর জাইগা......। শেষের দিনে নীলাচল থেকে তো আসতে মন চাচ্ছিল না......।
এর পরের দিন ১৬ ডিসেম্বর সারাদিন ঘুরলাম রাঙ্গামাটি তে......... সারাদিন ঘুরার পর যখন রাত হল তখন থেকে সবার মন খারাপ হতে শুরু করল.........।
আসতে আসতে বিদায় বেলা চলে আসল.........। তবুও আসার সময় বাস এ অনেক মজা করলাম............।
যত কিছুই হোক এই কয়েকদিন অনেক মজা করছি.....এক সাথে থাকা, আড্ডা দেয়া , জায়গা ভাগাভাগি , খাবার শেয়ার , এক সাথে কেনাকাটা, খেলাধুলা, ছবি তোলা............। । সব কিছুই অনেক মিস করব...।
সবাইকে অনেক মিস করব............। মিস করব আমার এই সুন্দর দেশ টা কে...। । ট্যুর না করলে হয়ত বুঝতেই পারতাম না আমার দেশ টা এত সুন্দর .........। প্রতিটা মুহূর্ত এখন ও চোখের সামনে ভাসছে.........।
মনে হচ্ছে আবার চলে যাই সবাই মিলে কোথাও ঘুরতে...............। ।
যাবি নাকি আবার ?????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।