আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোকে মিস করবো খুব!!!

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

আগামী পরশুদিন আমান চলে যাবে। স্বপ্নের দেশ আমেরিকায়। জীবনের স্কেলে উন্নতি বা সাফল্য বলা উচিত। উচিত তার সাফল্যে খুশী হওয়া। হ্যা, আমি খুশী।

কিন্তু সেই হাসিতে আপাতত জড়িয়ে রয়েছে বন্ধুর সান্নিধ্য হারানোর বেদনা। বন্ধুর দূরে চলে যাওয়ার শূণ্যতা। আরেক পথের খোঁজ করা। স্মৃতির পাঠ তাই এখনই শুরু হয়ে গেছে। আবার কোনদিন দেখা হবে কে জানে? আদৈা দেখা হবে কিনা সেটা শুধু খোদা-ই জানেন।

আশা তো রাখি........ ইন্টারের পর সব বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে গেছে। কেউ ঢাকায়, কেউ সিলেট,চট্টগ্রাম এবং আমরা কয়েকজন মৌলভীবাজার। সবার সাথেই মাসে-দুমাসে অন্তত একবার দেখা হয়। ফোনে কথা হয় প্রতি সপ্তাহে। তাই কাউকেই মিস করার সুযোগই পাইনা।

নিজেরও তো ব্যস্ততা আছে। এবার আর মিস না করে থাকা যাবেনা। এটি সিলেট নয়, ঢাকা নয়। সাত সমুদ্র,তের নদীর ওপার আমেরিকা। চাইলেই দেখা হবেনা, কথাও হবেনা।

অন্তত ওর ছাত্র অবস্থায়তো নয়ই। কবিতা,অকবিতা অনেকই লিখেছি,লিখছি। ভাবলাম আমান-কে নিয়ে একটা কবিতা লিখে ফেলি। পারলাম না। পারলাম না আবেগের আতিসায্যের কারণে।

গান লেখার চেষ্টা............. ‌‌‌‌‌‌‍‍‍‍''পৃথিবীটা নাকি অবিরাম ঘুরে সময়ের স্রোত চলে যায দূরে প্রিয়মুখ গুলো তার সাথে মিলে পথ ঘুরতেই দূরে চলে গেলে স্মৃতির সাগরে মন দিয়ে দেই ডুব বন্ধু তোকে মিস করবো খুব........'' আর এগোতে পারলাম না। শব্দরা আটকে গেল। আমি আবারো ব্যর্থ হলাম। কাল খুব সকালে আমান ঢাকা চলে যাবে। পরশু ফ্লাইট।

আজ সন্ধ্যায় তাই সব বন্ধুরা মিলে বিদায় জানালাম। তেমন কিছুই বলতে পারিনি। গলার কাছে যেন গিঁট ঠেলে এলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.