আমাদের কথা খুঁজে নিন

   

"বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর ঠেকাতে প্রতিবাদ" আসুন প্রতিবাদ এখনই গড়ে তুলি

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ ▣: বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর কেন বন্ধ করা উচিত? উত্তর :: ২০০২ সালের ৮ মে নিউজিল্যাণ্ডের খেলোয়াড়দের হোটেলে বাসভর্তি বোমা নিয়ে আত্মঘাতী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে। এরপর ২০০৯ সালে শ্রীলংকান ক্রিকেট দল খেলতে গিয়ে আবারো সন্ত্রাসী হামলার শিকার হয়। তারপর থেকে এই পর্যন্ত বিশ্বের কোন দেশ পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলতে রাজি হয়নি। আইসিসিও এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। তাহলে আমরা কেন সন্তুষ্ট হই, কীভাবে হই! বিশ্বের কোন দেশের কী অবস্থা জানি না, বাংলাদেশের ক্রিকেটাররা বর্তমান সময়ে আমাদের শ্রেষ্ঠ অহংকার।

এই অহংকারকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আর এ কথা কে না জানে, সেই ৫২'র পাকিস্তান, ৭১ পাকিস্তান আজো তার মনোভাব পরিবর্তন করেনি। আজ পর্যন্ত তারা অতীত অপরাধের জন্য ক্ষমা চায়নি। স্বাধীন বাংলাদেশ তাদের জন্য শত্রু না হোক, বন্ধুতো হতে পারে না! ▣: কেন পাকিস্তানে যাওয়ার জন্য বিসিবি উঠেপড়ে লেগেছে? উত্তর :: সুদীর্ঘ কাল ধরে পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না। পাকিস্তান তাদের এই কলংক মুছতে চায় বাংলাদেশকে দিয়ে।

বিসিবির সদ্য সাবেক সভাপতি দালাল লোটাস কামাল পাকিস্তানকে লিখিত কথা দিয়েছে, যার ধারাবাহিকতা রক্ষা করছে বর্তমান কমিটি। লোটাস কামাল সভাপতি থাকা অবস্থায় হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট দলকে পাঠাতে পারেনি। সেসময় ক্রিকেটাররাও পাকিস্তান যেতে রাজি ছিলো না। তাদেরকে রাজি করানোর চক্রান্তে ক্রিকেট দলে পাকিস্তানী কোচ নিয়োগ দেয়া হয়েছিলো। "সো কল্ড ভালো মানুষ" সাকলায়েন মোশতাককে দিয়ে ক্রিকেটারদের মন গলানোর চেষ্টায় প্রায় সফল হয়েছেন লোটাস কামাল।

আজ অনেক ক্রিকেটারের মুখে সাকলায়েনের সুনাম। একজন ভালো মানুষের সুনাম করবে এটাই স্বাভাবিক, কিন্তু এই শুভবোধকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের জীবনকে হুমকীল মুখে ঠেলে দেয়ার কী মানে থাকতে পারে? ▣: শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না গেলে ওরা বিপিএলে তাদের খেলোয়াড়দের খেলতে দেবে না। উত্তর :: ওদের জাতটাই এমন। কিন্তু বিপিএলেতো ভারতের খেলোয়াড়রাও খেলতে আসে না। তাতে কী হয়েছে? পাকিস্তান বাংলাদেশকে ব্ল্যাকমেইল করতে চায়, আর আমরা বিগলিত হয়ে ব্ল্যাকমেইলড হবো? আমাদের আত্মমর্যাদা বলতে কিছু নেই? কেউ একজন বিপিএলে খেলবে না বলে আমার প্রাণ নিতে চায়, আর আমি নিজের প্রাণ তার হাতে তুলে দিবো? ▣: তবে কি বাংলাদেশ ক্রিকেট দল কখনোই পাকিস্তান সফরে যাবে না? উত্তর : অবশ্যই যাবে।

আমরা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সদস্য। তারা পাকিস্তানকে নিরাপত্তা সনদ দেবে, অন্তত দুয়েকটা ক্রিকেট দল পাকিস্তান সফর করবে, তারপর বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান যাবে; যদি বাৎসরিক ক্যালেন্ডারে পাকিস্তানে সফরসূচী থাকে। নচেৎ নয়। এমনটিইতো হওয়া উচিত। পাকিস্তানের সাথে এমন কী পিরিতী আছে যে তাদের কলংক আমাদেরকেই মুছে দিতে হবে? মোদ্দা কথা, একটাই দাবী, বাংলাদেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ▣: আমরা কি করবো? উত্তরঃ প্রতিবাদ। বিসিবির সামনে আমরা বাংলাদেশ জাতীয় দলের পোষাক পরে প্রতিবাদ করবো। আপনার কাছে জাতীয় দলের পোষাক নেই? লিখে নিয়ে আসুন একটি পোস্টার। আপনি তার চেয়েও বেশি করতে পারবেন? ছাপিয়ে নিয়ে আসুন একটি ব্যানার। আপনি সৃজনশীল? গুলিবিদ্ধ ক্রিকেটার মতো সাজ নিয়ে আসুন।

আপনাকে সামনে নিয়ে আমরা নিথর নিস্তব্ধ হয়ে বসে থাকবো বিসিবির সামনে। ▣: সময়ঃ ২২/১২/১২ (শনিবার) দুপুর ঠিক ৩ টায়। ইভেন্ট লিংক- Click This Link [বিঃদ্রঃ বিসিবি অফিস মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর দশ গোলচত্তর থেকে ১০ টাকা রিক্সা ভাড়া। ] যোগাযোগঃ ০১৬৭৪-৭৭৪৬৩৩ ০১৭১২-৮৯৩২৪৪ ▣ সিলেটে প্রতিবাদঃ ২১/১২/১২ (শুক্রবার) স্থান: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।

সময়: বিকেল ৩:৩০ ইভেন্ট লিংক- Click This Link যোগাযোগ- ইভান- ০১৭৩৭-৩০১৯৮৯ ▣ চট্টগ্রামে প্রতিবাদঃ ২২/১২/১২ (শনিবার) স্থানঃ চট্টগ্রাম প্রেস ক্লাব। সময়ঃ বিকেল ৩.০০ ইভেন্ট লিংক- Click This Link যোগাযোগ- নির্ঝর- ০১৭২১-২৭১৬২১ যোগদান করুন,ছড়িয়ে দিন এ আন্দোলন সবার মাঝে ........  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.