আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ডে ....মুল অনুষ্ঠান শুরুর সময় আর মাত্র ২৪ ঘন্টা (আপডেট: আর মাত্র ৫ ঘন্টা!) আছে! শুরু করলাম কাউন্ট ডাউন। কার প্রস্তুতি কেমন? সাজুগুজু কে কি করবেন? কে কি পড়বেন?

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. ব্লগ ডে ....মুল অনুষ্ঠান শুরুর সময় আর মাত্র ২৪ ঘন্টা আছে! শুরু করলাম কাউন্ট ডাউন। কার প্রস্তুতি কেমন? সাজুগুজু কে কি করবেন? কে কি পড়বেন? এই ছবিটা গতবারের। আশা করছি এবারে আরো বেশি সংখ্যক ব্লগার মিলে দারুন ফটোসেশন হবে। কেমন যেন ঈদ ঈদ লাগছে! বছরে একটা মাত্র দিন! বিশেষ দিন! আনন্দের দিন! উচ্ছ্বাসের দিন! পরিচিত নিকদের অপরিচিত মুখগুলোর সাথে ইচ্ছামতো বক বক করার দিন। আসবো তো কিন্তু কে কি পড়বো? মেয়েরা শাড়ি, থ্রি পিছ...... ছেলেরা পাঞ্জাবী, টিশার্ট, স্যুট,কোট, ব্লেজার, সাফারী,টাই না কি শুধুই শার্ট-প্যান্ট? মেয়ে যারা নিজেদেরকে লুকিয়ে রেখে ব্লগ ডে অনুষ্ঠানে এটেন্ড করতে চায় তাদের বোরখা.... এ্যানোনিমাস ছেলেদের জন্য মাস্ক.... আর সাজুগুজু কে কি করবেন? প্রিন্স হেক্টরের এই বিশেষ পোস্টটা মেয়েদের সাজুগুতে দারুন কাজে লাগবে। আরো কতো কিছু বাকী আছে!!!!!!.....সেন্ডেল না জুতা.... কি পারফিউম গায়ে মাখবেন.... ছেলেরা চুলে জেল মাখবেন নাকি, ব্যাক ব্রাশ , নাকি মাথায় ক্যাপ পড়ে আসবেন..... মেয়েরা চুল ছেড়ে আসবেন, নাকি বেনী, নাকি খোঁপা .....? উহহহহ ভাবতে ভাবতে টাযার্ড হয়ে গেলাম! আমার মতো অলস মানুষ কি এতো ভাবনার বোঝা বইতে পারে ! বাকীটা আপনারাই বলুন। ----------------------------- ফটো কার্টেসী: ব্লগার আরজুপনি, ব্লগার প্রিন্স হেক্টর, আড়ং(নেট) এবং গুগল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.