আমাদের কথা খুঁজে নিন

   

~~~বাংলা ব্লগ দিবস ২০১২, লন্ডন যুক্তরাজ্য প্রবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি (আপডেট+রিমাইন্ডার) ~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) গত ৫ ডিসেম্বর হয়ে গেল আমাদের অফিশিয়াল (!) মিটিং ব্যাস্ততার কারনে আপডেট দিতে দেরী হওয়ায় দুঃখিত । লন্ডন ব্লগ ডে বিষয়ক বিস্তারিত ও মূল পোস্ট পাবেন এখানে ~~~বাংলা ব্লগ দিবস ২০১২, লন্ডন , যুক্তরাজ্য প্রবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি ~~~ মিটিং স্থানঃ Brera (Jubilee Place) Unit 38E Jubilee Place 45 Bank Street Canary Wharf London E14 5NY ম্যাপ ............... যেহেতু এখানে এখন ৩/৩ .৩০ এ সন্ধ্যা হয়ে যায় সেহেতু রাতের ক্যানারি ওয়ার্ফ সম্ভবত দেখতে এমন হবে ......... আমার তোলা ক্যানারি ওয়ার্ফ এর তোলা একটি ছবি ...... ভূরিভোজন স্থান Canary Wharf - Jubilee Place | Nando's 25-26 Jubilee Street, London E14 5NY সময়ঃ ব্লগাররা আসা শুরু করবেন বিকাল ৫ টা থেকে । মূল পর্ব শুরু হবে ৬ টায় । চলতে পারে ২/৩ ঘণ্টা ধরে । যারা শেষ হওয়ার আগেই ফিরতে চান তাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ।

চলে আসুন , দেখা হবে ১৯ তারিখে , বাংলা ব্লগ ডে 'র লন্ডন গেট টূগেদারে প্লানের আরও বিস্তারিত কিছু অংশ গোপনীয়তা ও নিরাপত্তাজনিত কারনে দেওয়া হইল না ব্লগারদের মধ্যে যারা যারা আসছেন তারা আমাদের ফেবু গ্রুপে এসে যোগদানের জন্য অনুরোধ করছি । প্লান প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করব ওখানে । বিশেষ অনুরোধঃ রাজনীতি ও ধর্ম এই দুই বিষয়ে আলোচনা করার মানসিকতা পরিহার করে আসার আহবান জানাচ্ছি । এগুলো ক্যাচাল ইস্যু ! প্লীজ আর সামু'র নোটিশবোর্ডের সাথে এক গলায় বলতে চাই , বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.