আমাদের কথা খুঁজে নিন

   

সরাসরি দেখুন আপনজন- জাতীয় পরিসরে আপনজন মোবাইল স্বাস্থ্য [এম-হেলথ] সেবার কার্যক্রম উদ্বোধনী

লাইভ ওয়েব টিভি এর ব্লগ আগামীকাল ১৮ ডিসেম্বর ডি.নেট এর আয়োজনে শুরু হতে যাচ্ছে "আপনজন- জাতীয় পরিসরে আপনজন মোবাইল স্বাস্থ্য [এম-হেলথ] সেবার কার্যক্রম উদ্বোধনী"। ই সেবার আওতায় গর্ভবতী মা ও এক বছর বয়সের নিচে শিশুর মায়ের জন্য স্বাস্থ্য ও সুস্থ থাকার যাবতীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মোবাইল অ্যালায়েন্স ফর মেটারনাল অ্যাকশনের [মামা] আওতায় ইউএসএআইডি বাংলাদেশে সেলফোনে মাতৃ স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নেয়। যারা এই অনুষ্ঠানে সরাসরি যেতে পারছে না তাদের হতাশ হবার কিছু নেই। লাইভ টেলিকাস্ট হচ্ছে ইভেন্টটি ।

কমজগত ডট কম থেকে ‘আপনজন-জাতীয় পরিসরে আপনজন মোবাইল স্বাস্থ্য [এম-হেলথ] সেবার কার্যক্রম উদ্বোধনী’ এর পুরো অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আপনারা আপনাদের facebook অ্যাকাউন্ট থেকে বসে সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন। অন্য কোন লিঙ্কে এ যাবার দরকার হবে না। চাইলে আপনি অনলাইনে আপনার মন্তব্য পাঠাতে পারবেন। ফেসবুক থেকে সরাসরি দেখুন আপনজন ************************************************************************************************************************************************************ সরাসরি দেখতে এখানে ক্লিক করুনঃ http://www.comjagat.com/ facebook থেকে সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি দেখুন ******************************************************************************************************************************* মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসংশ্লিষ্ট বার্তার সরবরাহের মাধ্যমে ‘আপনজন’ গর্ভবতী মায়েদের ও তাদের পরিবারবর্গকে অপরিহার্য স্বাস্থ্য অবস্থা সম্বন্ধে অবগত হতে ও প্রয়োজনের সময় দরকারী স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতি উৎসাহিত করে।

আপনজন কর্মসূচি মা ও নবজাতক শিশুর মৃত্যুহার হ্রাস করতে অবদান রাখতে সচেষ্ট। আপনজন কর্মসূচিটি কেবল গর্ভবতী ও নতুন মায়েদের নিয়েই নয় বরং তাদের অভিভাবকগণ যেমন স্বামী, মা-শ্বাশুড়ী ও পরিবারের অন্যান্য সদস্যদের অন্তর্ভূক্তির মাধ্যমে কাজ করে। ২০১৫ সালের মধ্যে দশ লক্ষেরও অধিক মায়েরা আপনজনের সেবা দ্বারা উপকৃত হবে। ‘আপনজন’র পনেরো লক্ষ ডলার মূল্যমানের এই উদ্যোগটি বাংলাদেশে ডি.নেট সংস্থা বাস্তবায়িত করবে এবং এটি দেশের সকল টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করা হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.