আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচমিশালী মুভি ; ভিন্ন মুডের ভিন্ন দেশের ৩ টা মুভি

সামু এখন আর আগের মত নাই। সবাই খুব সিরিআস। কেও আর হাল্কা কথা কয় না এমন সব কথা কয় যেগুলা আমার মত নাদান পোলাপাইনের মাথার উপ্রে দিয়া যায়। যাই হোক এত তেনা পেঁচাইয়া লাভ নাই। কামের কথা কই।

সবার আগে হলিউড এর মুভি The Truman Show Jim Carrey যে একজন ওস্তাদ অভিনেতা এই ব্যাপারে কারো কোন সন্দেহ থাকার কথা না। হয়তো অনেকেই ওনার এই মুভি দেখে ফেলছেন কিন্তু যারা দেখেন নাই তাদেরকে এই মাস্টারপিচ মুভির সাথে পরিচয় করে দিবো আজ। আচ্ছা যদি এমন হয় যে আপনার চারপাশে যা কিছু আছে যা কিছু টা যদি সাজান কোন সেট হয়? আপনার পরিবার প্রিয় মানুষ সবাই যদি বিশাল কোন ১ টা নাটকের অংশ হয় আর আপনি আপনার অজান্তেই সেই নাটকের লিড রোলে অভিনয় করতাসেন তবে কামন হয়? যতদিন জানবেন না যে আপনি নাটক করতাসেন ততদিন হয়তো ভালই লাগবে কিন্তু যদি হটাত করে বুঝতে পারেন সব সাজান তাহলে কেমন লাগবে? জানতে হইলে দেখতে পারেন মুভি টা। imdb রেটিং ৮। ভাল মুভি এতে কোন সন্দেহ নাই।

আসেন এইবার তেলেগু মুভি Oh My Friend দেখতে। অনেকেই ভুংভাং হিন্দি মুভি দেইখা মজা পান না। তারা আরামসে এই তেলেগু মুভি টা দেখতে পারবেন। মুভিটাতে ১ টা ফ্রেশ ফ্রেশ ব্যাপার আছে। নায়ক হইতাসে Siddharth আর নায়িকার ব্যাপারে কোন কথা হইব না আমার জান শ্রুতি হাসান।

প্লট হয়তো পুরান লাগতে পারে যে ১ টা মেয়ে আর ছেলে কি বন্ধু হইতে পারে নাকি? আপনারা কেও বলবেন পারে কেও বলবেন যে পারে না। আমি বলি পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ আইসা নাক না গলায়। দারুন মুভি। গান গুলা ফাটাফাটি। ঠাণ্ডা মেজাজের মুভি।

অন্য তেলেগু তামিল মুভির মত অমানুষিক মারামারি নাই। লাস্টে কোরিয়ান মুভি My Tutor Friend এক ব্লগার ভাই কইসিল কোরিয়ান মুভির নাম কইতে কিন্তু কান্না কাটি ছাড়া। তার জন্য বিশেষ কইরা এই মুভি টা। মুভির গল্প হাল্কার উপরে হইতাসে যে নায়িকার মা মুরগির ফ্র্াই বানায় আর তারা অতো সচ্ছল না। তাই মেয়ে ছাত্র ছাত্রী পড়ায় বাড়তি কিছু আয় করার জন্য।

এমন সময়ে ১ টা ছাত্র পায় যারা সেইরকম বড়োলোক। আর স্বাভাবিক ভাবেই পলার মাথায় গিলু নাই। কিন্তু এই পোলারে মাইয়া কি পরাইব পোলাই মাইয়ারে ফাঁপরের উপরে রাখে। এই টাইপের গল্প আর কি। ভালবাসা আর কমেডির ভাল ব্যােলন্স করছে।

টাইম পাস মুভি। মুভিটা দেখলে কইবেন না যে টাইম টা ফাউল গেসে এই গ্যারান্টি দিতাসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।