আমাদের কথা খুঁজে নিন

   

খালেদাকে ‘জামায়াতের মহিলা আমির’ বললেন মতিয়া

“In a gentle way, you can shake the world.” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির’ আখ্যায়িত করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তিনি জামায়াত নেতাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “খালেদা জিয়া বিএনপির নেত্রী নন। খালেদা জিয়া বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির।

তিনি নেতাদের বাঁচাতে মরিয়া হয়ে নেমেছেন। ” একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ নয় নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার হচ্ছে বিএনপির দুই নেতারও। কৃষি মন্ত্রী বলেন, “আমি বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির বেগম খালেদা জিয়াকে বলব, ১৪ ডিসেম্বরেও আপনি আশা করেছিলেন- পাকিস্তান থাকবে। ওই জানজুয়া, রাও ফরমান আলী থাকবে।

আজো যুদ্ধাপরাধীদের রক্ষার আপনার প্রচেষ্টা সফল হবে না। “বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির বেগম খালেদা জিয়া আপনি মনে করে দেখুন, ৯৩ হাজার পাকিস্তানি সেনা রিভলবারের গুলি খুলে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। ” জামায়াতের ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ডের নামে প্রতিপক্ষের হাত-পায়ের রগ কাটা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং অগ্নিসংযোগের করছে বলেও অভিযোগ করেন কৃষিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস থেকে কৃষি মন্ত্রী বলেন, “ব্রিটিশদের পরাজিত করার পর জর্জ ওয়াশিংটন বলেছিলেন, তিনি পরাজিত সৈন্যদের কিছু বলবেন না। যারা ব্রিটিশ সৈন্যদের বাড়ি চিনিয়ে দিয়েছেন- তাদের জন্য একটি গুলিও খরচ করবেন না।

তাদের গরম আলকাতরায় চুবিয়ে মারা হবে। ” “এখানে আমরা তো শুধু বিচার করছি,” বলেন মতিয়া চৌধুরী Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.